হুগলি, ৭ এপ্রিল : "উনি তো ওনার এলকায় কোনও কাজই করেন না। ওনাকে কে অধিকার দিয়েছে ট্রেন নিয়ে কথা বলার? দশ বছর ধরে যে কোনও কাজ করেনি, তাঁর মুখে এই কথা মানায় না।" গতকাল শ্রীরামপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাবেই কটাক্ষ করলেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল কল্যাণবাবু মোদির উদ্দেশ্যে বলেছিলেন, "লোকাল ট্রেন চালাতে পারেন না, দেশ কী করে চালাবেন?"
আজ হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বের হন। সিঙ্গুরের বারুইপাড়া পঞ্চায়েতের গঙ্গাধরপুর থেকে একটি র্যালি বের করে BJP। র্যালিতে ছিলেন লকেট। কখনও হেঁটে, কখনও কর্মীদের মোটরবাইকের পিছনে চেপে এলাকার লোকজনের সঙ্গে দেখা করে BJP-কে ভোট দেওয়ার আবেদন জানান।