পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারাধীন বন্দিকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল পোলবা - পুলিশ হেফাজতে মৃত্য়ু

বিচারাধীন বন্দিকে পিটিয়ে খুন করা হয়েছে, এমন অভিযোগে উত্তাল হল হুগলির পোলবার ঝাঁপানতলা এলাকা ৷ অভিযোগ, চুরির ঘটনায় ধৃত বছর কুড়ির শুভঙ্কর হাজরাকে পিটিয়ে খুন করে পুলিশ ৷ তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন ধৃতের গ্রামের লোকজন ৷ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করতে হয় ব়্যাফ ৷

wb_hgl_Police complained of killing youth in suspicion of thieves against the police_7203418
বিচারাধীন বন্দিকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল পোলবা

By

Published : May 20, 2021, 5:01 PM IST

পোলবা, 20 মে :চুরি করে ধরা পড়ায় কোমরে দড়ি বেঁধে মারতে মারতে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ বাড়ির ছেলে দোষ করায় কেউ কিছু বলতেও পারেননি ৷ তবে সেই ছেলেরই পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হওয়ায় ক্ষোভ দেখা গেল এলাকায় ৷ সামাল দিতে নামাতে হল ব়্যাফ ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায় ৷ অভিযোগ, বুধবার বিচারাধীন অবস্থায় মৃত্যু হয় ধৃত ওই তরুণের ৷ তাই নিয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, আদালতে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ওই তরুণ ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

পুলিশ হেফাজতে মৃত ওই তরুণের নাম শুভঙ্কর হাজরা (20) ৷ গত শনিবার গভীর রাতে ঝাঁপানতলায় রবীন ঘোষের বাড়িতে চুরি হয় ৷ সেই ঘটনায় হাতেনাতে ধরা পড়েন শুভঙ্কর হাজরা ও সৌমেন মালিক ৷ সেখানেই স্থানীয়রা দু’জনকে বেধড়ক মারধর করেন ৷ পোলবা থানার পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ৷ মঙ্গলবার ফের জিনিসপত্র উদ্ধারের জন্য এবং চুরির জায়গা খতিয়ে দেখতে পুলিশ দু’জনকে এলাকায় নিয়ে আসে ৷ পরিবারের দাবি, তখনও সুস্থ ছিলেন শুভঙ্কর ৷ তারপর বুধবার রাতে মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন :সল্টলেকে ফাঁস চাকা চুরি চক্র, গ্রেফতার তিন

লকআপে শুভঙ্করকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠায় বিক্ষোভ ছড়ায় পোলবায় ৷ স্থানীয়দের অভিযোগ, চুরি করায় পুলিশ আগেও শুভঙ্করকে মারধর করেছিল ৷ তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে ৷ চুরির অভিযোগ থাকায় বাড়ির লোকজন বা প্রতিবেশীরা কেউ তার প্রতিবাদ করেনি ৷ কিন্তু এমনভাবে মারধর করে একজনকে মেরে ফেলা হবে কেন, প্রশ্ন স্থানীয়দের ৷

বৃহস্পতিবার সকালে শুভঙ্করের মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ রবীন ঘোষ নামে যে ব্যক্তির বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছিল, তাঁর লোককে তুলে নিয়ে এসে আটকে রাখা হয় ৷ তারপর পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে ৷ উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় ব়্যাফ ৷ চুরির ঘটনায় আর এক ধৃত সৌমেনকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন :মহিলা সেজে রায়গঞ্জ শহরের আবাসনে চুরি

স্থানীয়দের দাবি, পুলিশ লকআপেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে শুভঙ্করকে ৷ এদিকে পোলবা থানার তরফে বলা হয়, দুই অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছিল ৷ সেই সময় অসুস্থ হয়ে পড়েন শুভঙ্কর ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। একই দাবি করেছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ ৷

ABOUT THE AUTHOR

...view details