কামারকুণ্ডু, 4 জুন : উদ্বোধনের পরপরই কামারকুণ্ডু রেল ওভারব্রিজে দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে এক ব্যক্তির, গুরুতর আহত আরও একজন ৷ ঘটনাটি গতকাল সন্ধ্যার দিকে কামারকুণ্ডু রেলওয়ে ওভারব্রিজের ৷ যা কামারকুণ্ডু ফ্লাইওভার নামেই পরিচিত ৷ শুক্রবার বিকেল নাগাদ সিঙ্গুর থেকে এই ওভারব্রিজ তথা ফ্লাইওভারের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তার কয়েক ঘণ্টা পরেই এমন দুর্ঘটনা (Kamarkundu Rail Bridge accident kills one another injured shortly after inauguration in Hooghly) ৷
মৃতের নাম তরুণকুমার আদক, বয়স 48 । বাড়ি সিঙ্গুরের মধ্যহিজলা গ্ৰামে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ কামারকুণ্ডু রেলওয়েল ওভারব্রিজের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । উড়ালপুলের ঠিক মাঝখানে এই ধাক্কায় ছিটকে পড়ে যান বাইক দু'টির দু'জন আরোহীই । রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় মানুষজন । পুলিশ তড়িঘড়ি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । অন্যদিকে গুরুতর আহত ব্যক্তিকে ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।