পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোর রোল মডেল, দরাজ প্রশংসা কল্যাণের - kalyan banerjee comments on prashant kishor

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর সম্বন্ধে বলেন, ভারতের রাজনৈতিক মানচিত্রে প্রশান্ত কিশোর নিজের একটি জায়গা করেছেন ৷ ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোরকে নিঃসন্দেহে একজন রোল মডেল মনে করেন কল্যাণ ৷

পিকে প্রসঙ্গে দরাজ কল্যাণ
পিকে প্রসঙ্গে দরাজ কল্যাণ

By

Published : Jun 13, 2021, 9:00 PM IST

শেওড়াফুলি, 13 জুন : "যোগ্য লোকের কাছ থেকে সব সময় পরামর্শ নেওয়া যেতেই পারে ৷" প্রশান্ত কিশোর সম্পর্কে এবার দরাজ মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে যাঁদের ভূমিকা অন্যতম ৷ তাঁদের মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবেন প্রশান্ত কিশোর ৷ নির্বাচন হয়ে গিয়েছে ৷ তৃণমূল ক্ষমতায় ৷ তবে হাত গুটিয়ে বসে না থেকে কার্যত নীরবেই আসন্ন 2024 লোকসভা নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ঘুঁটি সাজাতে নেমে পড়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ সম্প্রতি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক সেরে এসেছেন প্রশান্ত কিশোর ৷ দুপক্ষের মধ্যে নীরবতা থাকলেও সমস্ত ইঙ্গিত থেকে বলা যেতেই পারে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই কথা বলতে গিয়েছিলেন ৷ এবার সেই প্রশান্ত কিশোর সম্পর্কেই দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

হকারদের সাহায্যের জন্য শেওড়াফুলি স্টেশন লাগোয়া একটি কর্মসূচির আয়োজন করে তৃণমূল ৷ হকারদের রান্না করা খাবার বিলি করা হয় এই কর্মসূচি থেকে ৷ কর্মসূচিতে এসেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর সম্বন্ধে বলেন, ভারতের রাজনৈতিক মানচিত্রে প্রশান্ত কিশোর নিজের একটি জায়গা করেছেন ৷ ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোরকে নিঃসন্দেহে একজন রোল মডেল মনে করেন কল্যাণ ৷

কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শুনুন...

আরও পড়ুন : মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?

পাওয়ার-কিশোর সাক্ষাৎ নিয়ে কল্যাণের বক্তব্য, "এখন উনি কোথায় যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব না ।" কোন উদ্দেশ্য নিয়ে প্রশান্ত কিশোর এগোচ্ছেন তাও তিনি জানেন না বলেই জানান তৃণমূল সাংসদ । তবে ঠান্ডা এবং সুক্ষ মাথার লোকের থেকে তৃণমূল এখনও পরামর্শ নিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও নিয়ে যেতে পারে বলেই জানিয়ে দেন তৃণমূল সাংসদ । কল্যাণের কথায়, যোগ্য লোকের কাছ থেকে সব সময় পরামর্শ নেওয়া যেতেই পারে ।

ABOUT THE AUTHOR

...view details