পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CID পরিচয় দিয়ে চাকরির টোপ, গ্রেপ্তার 2

হুগলির গোঘাটে ভবানী ভবনে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা । CID পরিচয় দেওয়া দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

h
ছবি

By

Published : Jan 19, 2020, 5:50 PM IST

গোঘাট (হুগলি), 19 জানুয়ারি : CID পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ৷ ভবানী ভবনে ASI পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে তারা ৷ ঘটনাটি হুগলির গোঘাটের ৷

ধৃতদের নাম শেখ নুরুদ্দিন ওরফে রাহুল এবং শেখ রেজ়াউল ৷ রাহুলের বাড়ি পুরশুড়ার জশার গ্রামে ৷ আর রেজ়াউলের বাড়ি আরামবাগে ।

প্রতারিত যুবকের নাম ত্রিদিব কর্মকার ৷ বাড়ি গোঘাটের রাধাবল্লভপুর গ্রামে । ত্রিদিববাবুর অভিযোগ, গ্রামেরই যুবক শেখ বাদশা খানের মারফত নুরুদ্দিন ও রেজ়াউলের সঙ্গে পরিচয় হয় । তারা দু'জনে নিজেদের CID অফিসার বলে পরিচয় দেয় ৷ তাঁকে প্রতিশ্রুতি দেয়, অফিসারের কোটায় ASI পদে CID-র মুখ্য কার্যলয় ভবানী ভবনে চাকরি পাইয়ে দেবে । তার জন্য কয়েক দফায় ত্রিদিবের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় তারা । এরপরও চাকরি না হওয়ায় ত্রিদিববাবু বুঝতে পারেন বিষয়টি ভুয়ো ও তিনি প্রতারণার শিকার । গোঘাট থানার দ্বারস্থ হন ত্রিদিব এবং তাঁর পরিবার ।

তাঁদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ । ধৃতদের রবিবার আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details