হুগলি, 4 জুন : মণিরুল ইসলামের থেকে ভালো লোক আর হয় না । মেয়ে থাকলে পারলে ওঁকে নিজের জামাই করতেন । নাম না করে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
মেয়ে থাকলে মণিরুলকে উনি জামাই করতেন : সোমেন - tmc
"মণিরুল, তাঁর থেকে ভালো লোক, মানে ওঁর মেয়ে থাকলে জামাই করতেন । এখন খারাপ কেন ?" হুগলির এক ইফতার পার্টিতে যোগ দিয়ে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সোমেন মিত্র ।
গতকাল হুগলিতে শরৎচন্দ্র ইনস্টিটিউটে ইফতারের আয়োজন করা হয় । ইফতার পার্টিতে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, "ট্রেজারিগুলো বেরিয়ে গেছে । এখন বলছে, উৎপাত হয়েছে । অর্জুন সিং, তাঁর থেকে ভালো ছেলে ছিল না । মণিরুল, তাঁর থেকে ভালো লোক, মানে ওঁর মেয়ে থাকলে জামাই করতেন তাই । এখন খারাপ কেন ? দল ছেড়ে দিলেন বলে ! অন্যের ঘর ভাঙালে নিজের ঘরও ভাঙে ।"
"জয়শ্রীরাম" ধ্বনি শুনে মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, "উনি BJP-র সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব করেছিলেন । 1998 সালেও BJP জয়শ্রীরাম বলত । তবে এখন উনি ক্ষেপে যাচ্ছেন কেন ?"