শ্রীরামপুর, 30 জুলাই: দুর্মূল্য ওষুধ গবেষণার নতুন মডেল আবিষ্কার করল বাঙালি গবেষক। ইঁদুর ও গিনিপিগের পরিবর্তে মলি মাছকে মডেল করে গবেষণায় সাফল্য পেলেন শ্রীরামপুরের গবেষক ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার। তিনি ছাড়াও চাকদায় নেতাজি সুভাষ বোস ইন্সটিটিউট অফ ফার্মাসিসের একটি টিম ছিল। ইতিমধ্যেই মলি মাছের উপর গবেষণায় সফল হয়েছে তারা। তাদের গবেষণার বিষয় পেটেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে। এই গবেষণা চার বছর পর পেটেন্টের স্বীকৃতি পাবে। এর ফলে গবেষণার খরচ কমবে, ওষুধের অতিরিক্ত দামও কমবে। এতে নতুন দিশা পাবেন অন্যান্য গবেষকরা ৷
শ্রীরামপুর হাউসিং এস্টেটের বাসিন্দা ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার ছোটো থেকেই পশু ও পাখিপ্রেমী। নিজের বাড়িতে রয়েছে বিভিন্ন বিদেশি পাখি, পায়রা ও অ্যাকোয়ারিয়াম। যেখানে চলে নানা গবেষণা। প্রথমে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে ফার্মোকলজিতে পিএইচডি করেন তিনি। বর্তমানে চাকদায় নেতাজি সুভাষ বোস ইন্সটিটিউট অফ ফার্মাসিতে প্রফেসার ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। সেই কলেজেরই কয়েকজন সহকর্মীকে নিয়ে রিপ্রোডাক্টিভ মেডিসিনের উপর গবেষণা শুরু করেন।
আরও পড়ুন:মাছ শিকারি পাখিরা নিজেরাই 'শিকার' ফাঁসজালে! বিলুপ্তির আশঙ্কা পাখিপ্রেমীদের