হুগলি, 18 জুন: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গ্রেপ্তার এক মহিলা । হুগলির চণ্ডিতলার পানপাড়ার ঘটনা ।
জানা গেছে, ওই মহিলার নাম বহ্নি ঘোষ । গত 14 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গালিগালাজ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বহ্নি । মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে অসম্মান করার জন্য তার বিরুদ্ধে চণ্ডিতলা থানায় অভিযোগ দায়ের করেন হুগলি জেলা পরিষদ সদস্যা অনিন্দিতা মণ্ডল । তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গতকাল বহ্নি ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ । পরে পুলিশ ওই মহিলাকে শ্রীরামপুর আদালতে তোলে ।