রিষড়া, ১৮ মার্চ : "সারাদেশ জানে অমিত শাহ গুন্ডা। দাঙ্গাবাজিতে মাস্টার।" গতকাল রিষড়ায় মাড়োয়ারি সোসাইটির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি এবার অনেক বেশি ভোটে জিতব। রঙে রঙে ভরিয়ে দেব শ্রীরামপুরকে। রসগোল্লায় ভরিয়ে দেব।"
আমি অপ্রতিদ্বন্দ্বী, শ্রীরামপুরকে রসগোল্লায় ভরিয়ে দেব : কল্যাণ - election
গতকাল রিষড়ায় মাড়োয়ারি সোসাইটির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি এবার অনেক বেশি ভোটে জিতব। রঙে রঙে ভরিয়ে দেব শ্রীরামপুরকে। রসগোল্লায় ভরিয়ে দেব।"
জাঁকিয়ে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। গতকাল ছুটির দিনকে কাজে লাগিয়ে প্রচার চালিয়েছে প্রায় সব দলই। সাংবাদিকরাও সেই রেশ টেনে অনুষ্ঠান শেষে কল্যাণবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, "BJP একটা প্ল্যান করেছে CRPF ও CISF জওয়ানদের বাংলায় রেখে আগ্নেয়াস্ত্র ভেতরে ঢোকাবার। সেই প্ল্যান ভেঙে দিয়েছে বেঙ্গল পুলিশ। এখন যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আমি বাংলার পুলিশকে সাধুবাদ জানাই।"
নির্বাচনে নিজের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তাঁকে সেবিষয়ে প্রশ্ন করা হলে বলেন, "আমি একে আছি একেই থাকব। BJP, CPI(M), কংগ্রেস ওরা লড়াই করুক। আমার তাতে কিছু এসে যায় না। এবার আরও বেশি ভোটে জিতব। শ্রীরামপুর লোকসভাকে রঙে রঙে ভরিয়ে দেব, রসগোল্লায় ভরিয়ে দেব। আমার কোনও প্রতিযোগী নেই। ওদের মধ্যে কে দ্বিতীয়, তৃতীয় হবে সেই নিয়ে লড়াই।"