পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দায়িত্ব পেয়েই দিলীপ খুনের কিনারায় নামলেন হুমায়ুন কবির - bandel

গতকালই চন্দননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পান । আর আজই ব্যান্ডেলে আসেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । কথা বলেন মৃত দিলীপ রামের স্ত্রী নীতু সিং ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ।

হুমায়ুন কবীর

By

Published : Jul 2, 2019, 11:34 PM IST

Updated : Jul 3, 2019, 12:07 AM IST

ব্যান্ডেল, 2 জুলাই : দায়িত্ব নেওয়ার পর আজ ব্যান্ডেলে আসেন চন্দননগরের নতুন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । আজ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের সামনের রেললাইন ঘুরে দেখেন । যান নেতাজি পার্কে মৃত তৃণমূল নেতা দিলীপ রামের বাড়িও । কথা বলেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিংয়ের সঙ্গেও ।

দিলীপ রামের খুনের কিনারায় নামলেন হুমায়ুন কবীর

গত মাসের 29 তারিখ তৃণমূল নেতা দিলীপ রামকে খুন করে দুষ্কৃতীরা । ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের কাছে তাঁকে পিছন থেকে গুলি করা হয় । আজ সেই ঘটনাস্থান ঘুরে দেখেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । দিলীপবাবুর নেতাজি পার্কের বাড়ি ও তাঁর ফ্লাটেও যান । তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান স্বাতী ভাঙালিয়া, ACP 1 জস্প্রীত সিং । কথা বলেন দিলীপবাবুর স্ত্রী নীতু সিং, পঞ্চায়েত সদস্য অধ্যেশ সিং ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ।

ভিডিয়োয় দেখুন

দিলীপ রামের স্ত্রী নীতু সিং বলেন, "CP স্যার এসেছিলেন । আমি যা জানতাম সব বললাম । 3 দিন তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি । আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাদের নাম বলেছি । দেখুক এবার পুলিশ কী করতে পারে । দিলীপবাবু ভালো সমাজসেবী ছিলেন । তিনি থাকলে তাঁর জায়গাটা BJP নিতে পারত না । রাজনৈতিক স্বার্থেই খুন করা হয়েছে । " তিনি আরও জানান, তাঁকে কেউ কোনওদিন কোনও হুমকি দেননি । তবে দিলীপবাবুকে হুমকি দেওয়া শুরু হয়েছিল গত মে মাসের 23 তারিখ থেকে, যেদিন লকেট চ্যাটার্জি সাংসদ নির্বাচিত হন ।

আরও পড়ুন : তৃণমূল নেতা দিলীপ খুনের জের? সরানো হল পুলিশ কমিশনারকে

দিলীপ রাম খুনের পর পরই সরানো হয়েছিল চুঁচড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । সেইসঙ্গে বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও । গতকালই চন্দননগরের পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে দায়িত্বে আনা হয় হুমায়ুন কবিরকে । আর আজই তিনি ঘটনাস্থান পরিদর্শনে যান ।

আরও পড়ুন : ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

হুমায়ুন কবিরের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "তদন্তের স্বার্থে আজ আমরা এসেছি । পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । "

Last Updated : Jul 3, 2019, 12:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details