পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 6 দুষ্কৃতী - গোঘাট

বলরামপুর এলাকায় একদল দুষ্কৃতী ডাকাতির জন্য় জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরই গোঘাট থানার OC বঙ্কিম বিশ্বাস বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে যান ৷

goghat_police_arrest_6_anti_socieal_with_fire_arms
ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 6 দুষ্কৃতী

By

Published : Oct 27, 2020, 3:18 PM IST

হুগলি, 27 অক্টোবর : আগ্নেয়াস্ত্র সহ 6 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হুগলির গোঘাট থানার পুলিশ ৷ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওই ছ'জনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে ৷ পুলিশ গেলে তারা পালিয়ে যায় ৷ ধৃতদের কাছ থেকে একটি বন্দুক ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ৷ এছাড়াও ধৃতদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জাম সহ বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে ৷

বলরামপুর এলাকায় একদল দুষ্কৃতী ডাকাতির জন্য় জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরই গোঘাট থানার OC বঙ্কিম বিশ্বাস বাহিনী নিয়ে বলরামপুরে তল্লাশি অভিযানে বেরোন ৷ সেখানেই ডাকাতির জন্য় জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা ৷ তবে পুলিশকে দেখে সেখান থেকে আরও বেশ কয়েকজন পালাতে সফল হয় ৷ ধৃত ছয় দুষ্কৃতীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ এছাড়াও উদ্ধার হয়েছে কয়েকটি ধারালো অস্ত্র ।

ধৃতরা হল সাহাজউদ্দিন খান, আজ়হার মোল্লা, প্রভাস গায়েন, সমীর ভাঙ্গি, নাজির দালাল এবং সেলিম মোল্লা ৷ ধৃতদের কারও বাড়ি গোঘাটে, কারও বাড়ি খানাকুল থেকে ৷ এমনকী কয়েকজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বলেও পুলিশ জানতে পেরেছে ৷ ধৃতদের জেরা করে পলাতক দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে গোঘাট থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details