হুগলি, 12 ডিসেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেই হুগলি জেলা আদালতে চালু হল স্বাস্থ্যকেন্দ্র । আদালতের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে প্রাথমিক চিকিৎসা পান সেই চিন্তাভাবনা থেকে এই পদক্ষেপ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর । তবে সাধারণ চিকিৎসাও হবে । শুক্রবার হুগলি জেলা জজশুভ্র শঙ্কর ভট্ট এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন জেলার সিএমওএইচ শুভ্রাংশু চক্রবর্তী ও জেলা আদালতের পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায় ।
ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কমপ্লেক্সে চালু হয়েছে এই মেডিকেল ইউনিট । আদালত চলাকালীন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চিকিৎসা পাবেন বিচার প্রার্থী, বিচারক ও আদালতের কর্মচারীরা । আদালতের ছুটির দিন বন্ধ থাকবে । একজন চিকিৎসক ও একজন নার্স নিয়ে শুরু হয়েছে এই ক্লিনিক । মূলত সুগার, প্রেসার চেক করা সহ প্রাথমিক চিকিৎসা পাওয়া যাবে ক্লিনিকে । জটিল রোগ ও গুরুতর অসুস্থ হলে রোগীদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে ।