পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার - Patient suicide at Serampore hospital

সিঙ্গুরের বাসিন্দা রাজারাম পোদ্দারকে দশদিন আগে হাসপাতালে ভরতি করা হয় ৷ অভিযগ, বিগত চারদিন ধরে তাঁকে কোনও ডাক্তার দেখতে আসেননি ৷

শ্রীরামপুর
শ্রীরামপুর

By

Published : Jan 9, 2021, 2:05 PM IST

শ্রীরামপুর, 9 জানুয়ারি : হাসপাতালের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ৷ মৃতের নাম রাজারাম পোদ্দার ৷ বাড়ি সিঙ্গুরে ৷ মৃতের পরিবারের অভিযোগ, গল ব্লাডারের সমস্যায় ভুগছিলেন তিনি ৷ বিগত চার দিন ধরে তাঁকে কোনও ডাক্তার দেখতে আসেনি বলে অভিযোগ পরিবারের ৷

আরও পড়ুন : হাওড়ায় বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2

দশদিন আগে হাসপাতালে ভরতি করা হয় রাজারাম পোদ্দারকে ৷ আজ সকালে হাসপাতালের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ খবর দেওয়া হয় শ্রীরামপুর থানার পুলিশে ৷ পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

মৃতের বাবা রামচন্দ্র পোদ্দার বলেন, তাঁর গলব্লাডারের সমস্যা ছিল ৷ অভিযোগ, গত চারদিন ধরে তাঁকে দেখতে কোনও ডাক্তার আসেননি ৷ পাশাপাশি তাঁর দাবি, এদিন সকালে তিনি রাম পোদ্দারকে নিয়ে যান শৌচালয়ে ৷ বেশ কিছুটা সময় পার হয়ে গেলেও শৌচালয় থেকে বের হননি ৷ এরপরেই শৌচালয়ের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

ABOUT THE AUTHOR

...view details