চন্দননগর, 28 মে : ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল গোন্দল পাড়া জুটমিলে । কর্মহীন হলেন 5 হাজার শ্রমিক । নোটিশের জেরে মিল চত্বরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা । তাদের অভিযোগ, জুটমিল নিয়ে রাজনীতি চলছে । মিল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চায়নি । ঘটনাস্থানে এসেছে চন্দননগর থানার পুলিশ । মোতায়েন করা হয়েছে পুলিশ ।
ফের বন্ধ গোন্দল পাড়া জুটমিল, কর্মহীন 5 হাজার শ্রমিক - jute mill
টানা এগারো মাস বন্ধ থাকার পর ভোটের আগে খোলে জুটমিল । তারপর ফের বন্ধ হয়ে যায় 8 মে । ফের আজ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল গোন্দল পাড়া জুটমিলে ।
টানা এগারো মাস বন্ধ থাকার পর ভোটের আগে খুলেছিল জুটমিল । তারপর ফের বন্ধ হয়ে যায় 8 মে । তারপরই জুটমিল শ্রমিকরা স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরও করা হয় । চলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । স্থানীয় BJP নেতা সহ 10-12 জন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ । পরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে 9 মে জুটমিল খোলা হয় । তবে সে ভাবে কোনও কাজ শুরু হয়নি । 12 মে শ্রমিকদের মহল্লায় আসেন BJP প্রার্থী লকেট চ্যাটার্জি । সেসময় তাঁকে ঘিরে কালো পতাকা দেখায় তৃণমূল । এরপর জুটমিল খোলা থাকলেও আজ পুরোপুরি বন্ধ করল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল ।
CITU শ্রমিক নেতা শিবপ্রসাদ ব্যানার্জি বলেন, "রাজনৈতিক স্বার্থে এই জুটমিল খোলা বন্ধ হয়েছে । শ্রমিকরাও জানত এই জুটমিল খোলা থাকবে না । সরকার মালিককে চাপ দিয়ে খোলার ব্যবস্থা করছে । তারপর কোনও এক কারণে আবারও বন্ধ হয়ে যাচ্ছে । আমরা চাই অন্তত এতগুলো শ্রমিকদের ভবিষ্যতের দিকে তাকিয়ে জুটমিল খোলা হোক । আমার সবাই আজ চন্দননগর DLC কাছে বিষয়টি জানব যাতে জুটমিল খোলার ব্যবস্থা করা হয় ।"