পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেশার ঠেকের প্রতিবাদ করায় হামলা, আহত 5

এলাকায় নেশার ঠেক বসাত কিছু দুষ্কৃতী ৷ এলাকার ছেলেরা তার প্রতিবাদ করায় তাদের উপর ছড়াও হয় দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় মোট পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হয় ৷ ঘটনাটি ঘটে উত্তরপাড়ার 22 নম্বর ওয়ার্ড মাখলা সারদা পল্লিতে।

Five people injured
নেশা করার প্রতিবাদ করাতে মারধর

By

Published : Jan 26, 2021, 9:19 AM IST

Updated : Jan 26, 2021, 2:30 PM IST

হুগলি, 26 জানুয়ারি :গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, বেশ কিছু দুষ্কৃতী এলাকায় নেশার আসর বসায় ৷ স্থানীয়রা এর প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় আহত হয় 5 জন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনাটি ঘটে উত্তরপাড়ার 22 নম্বর ওয়ার্ড মাখলা সারদা পল্লিতে।

নেশার ঠেকের প্রতিবাদ করায় হামলা

দীর্ঘদিন ধরেই বাইরে থেকে আসা কিছু দুষ্কৃতী ওই এলাকায় মদ, গাঁজা সহ নেশার আসর বসত। এদের সঙ্গে ছিল স্থানীয় এক দুষ্কৃতীও ৷ সেজন্য ভয়ে কেউ প্রতিবাদ করতে পারত না। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সব কিছু জেনেও কিছু ব্যবস্থা নেয়নি ৷ সোমবার সন্ধ্যার সময় স্থানীয় মাঠে খেলছিল পাড়ার কিছু ছেলে। ওই মাঠেই নেশার আসর বসাত দুষ্কৃতীরা ৷ কিন্তু ছেলেরা খেলা করায় নেশার আসর বসাতে অসুবিধা হচ্ছিল দুষ্কৃতীদের। তারা ওই ছেলেদের সেখান থেকে চলে যেতে বলে ৷ কিন্তু তাদের সে কথা না শুনে ছেলেরা প্রতিবাদ করলে বচসা শুরু হয় ৷ বচসা চলার সময় দুষ্কৃতীরা ছেলেদের উপর হামলা চালায় ৷ দুপক্ষের মারামারি দেখে ছেলেদের অভিভাবকরা তা আটকাতে এলে তাদের উপরেও চড়াও হয় ওই দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় মোট পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হয় ৷

বেশিরভাগ দুষ্কৃতী বহিরাগত। রানা সিং নামে স্থানীয় এক দুষ্কৃতীও রয়েছে এর সঙ্গে যুক্ত। এই ঘটনার পর দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাস্ন্দারা থানায় অভিযোগ জানালে ঘটনাস্থানে পুলিশ আসে। দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Last Updated : Jan 26, 2021, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details