পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: ইন্দ্রনীল মুখ্যমন্ত্রীর কাছে আবার কী গান গেয়ে দেবে, আর আমি বকা খাব; এ কী বললেন ফিরহাদ ! - ইন্দ্রনীল সেন

শনিবার চন্দননগরে এক জল প্রকল্পের উদ্বোধনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনও ৷ সেখানেই ইন্দ্রনীলকে নিয়ে মজার ছলে কিছু মন্তব্য করেন ফিরহাদ ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন

By

Published : Apr 1, 2023, 11:08 PM IST

ফিরহাদ হাকিমের বক্তব্য

চন্দননগর, 1 এপ্রিল: তাঁকে না জানিয়ে দলের বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে ফিরহাদ হাকিমকে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়রকে কর্পোরেশন নিয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সম্প্রতি কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর এমনই জানা গিয়েছিল ৷ তারপরে আবার 'কন্ঠ আমার রুদ্ধ আজিকে' এই গানের কথাও শোনা গিয়েছিল ফিরহাদের গলায় ৷ সম্প্রতি তৃণমূলের তরফে প্রকাশিত রাজ্য ও জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকাতেও আবার নেই ফিরহাদের নাম ৷ এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও ছড়িয়েছে ৷ এই আবহে শনিবার ইন্দ্রনীল সেনের কারণে মুখ্যমন্ত্রীর কাছে বকা খাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন ফিরহাদ ৷ তবে সবটাই মজার ছলে ৷

এদিন চন্দননগর জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম ৷ অনুষ্ঠানে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনও ৷ সেই অনুষ্ঠানেই ইন্দ্রনীলকে নিয়ে হাসতে হাসতে কিছু মন্তব্য করেন ফিরহাদ ৷ তিনি বলেন,"ইন্দ্রনীল সেনের সোর্স বেশি, রিচ বেশি,ও একটা ফুড কমিটিতেও আছে । সাংস্কৃতিক বিষয়টা ও পুরোপুরি দেখে ৷ সেই জন্য ওর রিচটা মুখ্যমন্ত্রী পর্যন্ত । তাই আমাদেরও মাঝে মাঝে ভয়ে থাকতে হয়, ইন্দ্রনীল যদি আবার কানে লাগিয়ে দেয় । সেই জন্য ইন্দ্রনীলকে শুধু আমি একা নই, আমরা সব ডিপার্টমেন্ট একটু প্রায়োরিটি দিয়ে থাকি । "

পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর আরও সংযোজন, "ইন্দ্রনীল সংগীতকার তো, তাই গান গাইতে গাইতে কী আবার গান গেয়ে দেবে, আর আমি বকা খাবো । সেই কাজটা ইন্দ্রনীল করে এবং বন্ধু হিসাবে আমার ভালো লাগে ।" তবে এলাকার বিধায়ক হিসেবে চন্দননগরের জন্য ইন্দ্রনীল সেন যা করছেন তার প্রশংসা করেছেন ফিরহাদ ৷ ফিরহাদের এদিনের মন্তব্য শুনে হাসতে দেখা যায় ইন্দ্রনীল ও অন্যান্য তৃণমূল নেতৃত্বকেও ৷

আরও পড়ুন: হাওড়ায় হিংসার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details