খণ্ডঘোষ, 31 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। এই খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপির এক জনসভায় সৌমিত্র খাঁ বলেন, ''আমরা সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দেবতার নাম করি। আমরা বলি হর হর মহাদেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? হর হর মহাদেব বলা যাবে না। আর তাঁর পেটোয়ারা বলছেন, শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে শিবপুজো করা হোক। তাই যাঁকে আপনারা বিশ্বাস করবেন, সে আপনার সম্মান শেষ করে দেবে।''
ওই সভায় সায়নী ঘোষ ও দেবলীনা দত্তদের উদ্দেশে সৌমিত্র বলেন, ''আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা ধর্মতলায় বসে বসে নাটক করছ। ওই ধর্মতলায় বসে অনেক কিছু করছ, আমরা তো বলছি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের চাকরের মতো কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে দুর্গাপূজার অষ্টমীর দিনে গোরুর মাংস খাওয়া হবে। আমাদের শিবলিঙ্গকে যাঁরা অপমান করেছেন, তাঁরাই আসল যৌন কর্মী বলে মনে করি। তাই এই ধরনের কথা বলছেন। না-হলে এই ধরনের কথা বলতে পারেন না। এই ধরনের অপমান করতে পারেন না। সায়নিরা আজ উলটো পালটা কথা বলছেন। তাই আজ বলে রাখি, যাঁরা উলটো পালটা কথা বলছেন, তাঁরা ওই যৌন পেশায় যুক্ত।''