শেওড়াফুলি (হুগলি), ১৩ মার্চ : মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্র ট্রেনে ফেলে রেখে চলে এলেন এক পরীক্ষক। ডাউন তারকেশ্বর লোকালের বাঙ্কে তিনি উত্তরপত্র রেখে চলে আসেন।
মাধ্যমিকের উত্তরপত্র ট্রেনেই ফেলে এলেন পরীক্ষক !
ডাউন তারকেশ্বর লোকালের ট্রেনের বাঙ্কে উত্তরপত্রগুলি রেখেছিলেন তিনি। শেওড়াফুলিতে ট্রেন দাঁড়ালে উত্তরপত্রের বান্ডিল না নিয়েই ট্রেন থেকে নেমে যান। আজ দুপুরে শেওড়াফুলি GRP থানায় মিসিং ডায়েরি করেন।
গতকাল তারকেশ্বর থেকে মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্রের বান্ডিল নিয়ে চুঁচুড়া যাচ্ছিলেন পরীক্ষক আশিসকুমার মণ্ডল। তিনি চুঁচুড়ায় প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে যাচ্ছিলেন ওই উত্তরপত্রের বান্ডিল। ডাউন তারকেশ্বর লোকালের ট্রেনের বাঙ্কে উত্তরপত্রগুলি রেখেছিলেন তিনি। শেওড়াফুলিতে ট্রেন দাঁড়ালে উত্তরপত্রের বান্ডিল না নিয়েই ট্রেন থেকে নেমে যান। এরপর শেওড়াফুলি থেকে চুঁচুড়া যাওয়ার জন্য ট্রেন ধরেন। কিন্তু মাঝপথে বৈদ্যবাটি পৌঁছে তাঁর উত্তরপত্রের কথা মনে পড়ে। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে হাওড়া যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু অনেক খোঁজ করেও উত্তরপত্রের বান্ডিলটি খুঁজে পাননি। শেষমেশ আজ দুপুরে শেওড়াফুলি GRP থানায় মিসিং ডায়েরি করেন।
GRP সূত্রে খবর, বান্ডিলটির মধ্যে মোট কতগুলি উত্তরপত্র ছিল তা এখনও জানা যায়নি। খোঁজ চলছে। তবে হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলি না পাওয়া গেলে সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।