বলাগড়(হুগলি), 18 মার্চ: বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্টে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ-সহ তাঁর ঘনিষ্ঠ তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা । শনিবার দুপুরে আকাশকে নিয়ে রিসর্ট থেকে 800 মিটার দূরত্বে পূর্ণচন্দ্র ঘোষের বাড়ি যায় ইডির গোয়েন্দারা । সেখানে থেকে দুটি ব্যাগে করে হার্ডডিস্ক নিয়ে আসে। এরপরই রিসর্টে নিলয় মালিক, আকাশ ঘোষ ও বিশ্বরূপ প্রামাণিক-সহ তিনজনকে গেস্ট হাউসে বসিয়ে চলে তল্লাশি ।
শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রামাণিক বলে জানা গিয়েছে । বর্তমানে বলাগড় থানার সিভিক ভলান্টিয়ারে কর্মরত নিলয় মালিক । যদিও এক মাস ধরে সেই কাজে যাচ্ছেন না বলে জানান তিনি । এদের তিনজনকেই মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ । নিলয়কে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটক করে রেখেছেন ইডির আধিকারিকরা । শান্তনুর ছেলে ইভানের নামেও প্রমোটিং ব্যবসা ছিল বলে সূত্রের খবর । সেই ব্যবসার অংশীদার ছিল নিলয় ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা । নিলয় সিভিক ভলান্টিয়ারের কাজ করলেও তিনি একটি হোটেল ব্যবসা করেন। এরপর থেকেই শান্তনুর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে বলে জানা গিয়েছে ।