ডায়মন্ডহারবার, 26 মে : যশের প্রভাবে হুগলি নদীর জল উপছে ডায়মন্ডহারবার শহরের মধ্যে প্রবেশ করছে ৷ ইতিমধ্যে জাতীয় সড়কের উপর যান চলাচলের দিকে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন । বন্ধ করে রাখা হয়েছে ডায়মন্ডহারবার ও কলকাতার সংযোগকারী ব্যস্ততম জাতীয় সড়ক । ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ অঞ্চল কার্যত জলের তলায় ৷ ডায়মন্ডহারবার পৌরসভা 16 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন ।
ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের সামনে জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।