হুগলি, 25 এপ্রিল: জঙ্গি সন্দেহে মামার বাড়ি থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক ৷ ভোর পাঁচটা নাগাদ তাকে ঘুম থেকে তুলে নিয়ে গেল স্পেশাল টাস্ক ফোর্স। হুগলির দাদপুর থানা এলাকার আমড়া গ্রামের বাসিন্দা সন্দেহজনক ওই যুবক ৷ ভবানী ভবন সূত্রে খবর, আল কায়েদা জঙ্গি সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স-এর গোয়েন্দারা।
জানা গিয়েছে, অসুস্থ দিদিমাকে দেখতে গত রবিবার বিকাল পাঁচটা নাগাদ দাদপুরে আসেন নাসিম। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আমড়া গ্রামে ঢোকে পুলিশের গাড়ি। এরপর শেখ নাসিমকে দাদপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই বাড়ির লোক জানতে পারেন, নাসিম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। দীর্ঘক্ষণ থানায় আটকে রাখার পর কলকাতা পুলিশ তাঁকে নিয়ে আসে কলকাতায় ৷ মামা শেখ গোলাম বলেন, "রবিবার বিকেল 5টায় আমাদের বাড়িতে আসে। দিদার শরীর খারাপ হওয়ায় তাঁকে দেখতে এসেছে বলে ৷ এরপর মঙ্গলবার সকালে পুলিশ এসে ওকে নিয়ে যায় ৷ সে পড়াশোনা করত পাঁশকুড়াতে। আমরা ভাগ্নে বলেছে, সে এই কাজে যুক্ত নয়। আর কিছু জানি না ৷"