পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুৎ ও পানীয় জলের দাবি, GT রোড অবরোধে আবদুল মান্নান

আমফানের পর কয়েকদিন কেটে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা। সেই কারণে শেওড়াফুলির ফাঁড়ি মোড়ে পথ অবরোধে শামিল হলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷

আব্দুল মান্নান
আব্দুল মান্নান

By

Published : May 26, 2020, 12:08 PM IST

Updated : May 26, 2020, 3:46 PM IST

শেওড়াফুলি, 26 মে : বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে শামিল হলেন বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান ৷ ঘূর্ণিঝড় আমফানের পর কয়েকদিন কেটে গেলেও এখনও বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। নেই পানীয় জল ৷ এই পরিস্থিতিতে আজ CESC-র বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামেন মান্নান সাহেব ৷

আমফানের পর কেটে গেছে কয়েকদিন। তার পর থেকে বিদ্যুৎ ও জলের পরিষেবা নেই বিভিন্ন এলাকায় । অভিযোগ, CESC-র গাফিলতির কারণে এই অবস্থা। ফলে, চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের । বিদ্যুতের দাবিতে প্রতিনিয়ত বিক্ষোভ অবরোধ লেগেই রয়েছে হুগলিতে । আজ রাজ্যের বিরোধী দলনেতা ও চাঁপদানির কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়ি মোড়ে GT রোড অবরোধ করেন এলাকাবাসী ।

পথ অবরোধে বিরোধী নেতা আবদুল মান্নান ৷

মান্নান সাহেব বলেন, ‘‘ সহ্যের বাঁধ ভাঙছে মানুষের ৷ তাই পথে নেমেছেন । বারবার বলা সত্ত্বেও CESC আসছে না ৷ নানা অযুহাত দিচ্ছে ৷ অবরোধের কথা বলতেই তারা বলেন, যা পারেন করে নিন ৷ CESC-র এত ঔদ্ধত্য কী করে ? আমাদের তো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ CESC-র বিরুদ্ধে ৷ CESC 80 শতাংশ কাজ হয়ে গেছে বলছে, তবে 20 শতাংশ মানুষ কেন এক সপ্তাহ ধরে অন্ধকারে থাকবে? তারা অবরোধ করবে না? তাদের অধিকার নেই? অন্তত CESC একবার এসে পরিদর্শন করুক ৷ আমাকে হুমকি দিয়ে কোনও কাজ করানো যাবে না ৷ যদি আই সি মনে করেন, আন্দোলনটা CESC-র বিরুদ্ধে নয়, ওনার বিরুদ্ধে, তাহলে তাই ই ৷ তিনি কী আমার গডফাদার ? আমার 55 বছরের রাজনৈতিক জীবনে তিনি আমায় নির্দেশ দেবেন আর আমাকে তা শুনতে হবে? তা আমি পারবো না ৷ CESC-র লোক আসুক ৷ সবাই চলে গেলেও আমি একাই বসে থাকব ৷’’

Last Updated : May 26, 2020, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details