চন্দননগর, 9 সেপ্টেম্বর : চন্দরনগর পুলিশের জালে ভুয়ো ডিএসপি ৷ অভিযোগ চন্দননগরের বিভিন্ন জায়গায় ডিএসপি পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছিল ৷ গতকাল রাতে চন্দনগরের স্ট্র্যান্ড রোডের ধারে গাড়ির ভিতরে মদ্যপান করছিল ওই ভুয়ো পুলিশ আধিকারিক ৷ চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে সেখানে যায় ৷ তাঁদের সন্দেহ হওয়ায় উর্দিধারী ওই পুলিশ অফিসার এবং তার সঙ্গে থাকা দুই ব্যক্তিকে চন্দননগর থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে জিজ্ঞাসাবাদ করতেই সত্যিটা বেরিয়ে আসে ৷ জানা গিয়েছে, ওই ভুয়ো পুলিশ আধিকারিকে নাম সিদ্ধার্থ চক্রবর্তী ৷ বাড়ি চন্দননগরের বক্সিগলিতে ৷ প্রথমে এক বেসরকারি স্কুলের শিক্ষক বলে নিজেকে দাবি করে ৷ পরবর্তী সময়ে জানা যায়, বর্ধমানে বেশ কয়েকদিন সরকারি গাড়ি চালিয়ে ছিল ৷ সেখান থেকেই ভুয়ো পুলিশ আধিকারিক সেজে প্রভাব খাটানোর পরিকল্পনা তার মাথায় আসে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে চন্দননগরের স্ট্র্যান্ড রোডে একটি সরকারি গাড়ির ভিতরে কয়েকজনকে মদ্যপান করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ৷ তারা পুলিশ খবর দেয় ৷ পুলিশ সেখানে গিয়ে দেখে গাড়ির ভিতরে এক উর্দিধারী ব্যক্তি বসে রয়েছেন এবং তার সঙ্গে আরও দু’জন রয়েছে ৷ প্রথম উর্দিধারী ওই ব্যক্তিকে দেখে কিছুটা চমকেই গিয়েছিল চন্দননগর থানার আধিকারিকরা ৷ পরবর্তী সময়ে ওই ব্য়ক্তির সঙ্গে কথা বলা শুরু করতেই মদের গন্ধ পায় পুলিশ ৷ দেখা যায় গাড়ির মধ্যে বসে আরও দু’জনের সঙ্গে মদ্যপান করছে সে ৷ আর নিজেকে ডিএসপি বলে পরিচয়ও দেয় ৷ তখনই সন্দেহ হয় পুলিশের ৷ সোজা তাদের সেখান থেকে চন্দননগর থানায় নিয়ে যাওয়া হয় ৷