পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোন্নগরে ঝোপের পাশে ফ্লাস্ক ঘিরে বোমাতঙ্ক - Dharmadanga

কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশে ঝোপে একটি সাদা ফ্লাস্কে তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে ৷

Bomb fear at Konnagar
কোন্নগরে বোমাতঙ্ক জনবহুল এলাকায়

By

Published : Apr 7, 2020, 1:12 PM IST

Updated : Apr 7, 2020, 8:45 PM IST

কোন্নগর, 7 এপ্রিল : রাস্তার পাশে ঝোপের মধ্যে একটি সাদা ফ্লাস্ক পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়াল কোন্নগর এলাকায় ৷ খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে ৷

গতকাল সন্ধ্যায় কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশে ঝোপে একটি সাদা ফ্লাস্ক পড়ে থাকতে দেখেন এক যুবক। তৎক্ষণাৎ ঘটনাটি স্থানীয়দের জানান তিনি। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে পৌঁছে দেখেন ইলেক্ট্রিক তার জড়ানো অবস্থায় ঝোপের মধ্যে পড়ে আছে ফ্লাস্কটি। ওই ফ্লাস্টিকতে ডিজিটাল ঘড়ির মতো কিছু লাগানো আছে। স্থানীয় বাসিন্দাদের তাতেই সন্দেহ হয়। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে। ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ চন্দননগর পুলিশ কমিশনারেটের বম্ব স্কোয়াডকে একটি টিম এসে তদন্ত করে দেখে সেটি বোমা। পাওয়ার নেই, তাই ব্লাস্ট করেনি ৷ CIDকেও খবর দেওয়া হয় ।

ফ্লাস্কটি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল তা এখনও জানা যায়নি ৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এবিষয়ে চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন,‘‘ নিরাপত্তার স্বার্থে বোমার চারপাশে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাতে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।’’ আজ সকালে সিআইডির বিশেষ দল অকুস্থানে আস । পুরো বিষয়টি পরীক্ষা করে । এটা কোনও বোম নয় বলে জানায় তারা ।

Last Updated : Apr 7, 2020, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details