শ্রীরামপুর, 8 মার্চ : বিমল গুরুং ও রোশন গিরিকে সাহায্য করছে BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁদের সঙ্গে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি তুলে পোস্ট করছে । পলাতক ও অপরাধীদের প্রশয় দেওয়াই কাজ BJP দলের। এভাবেই BJP -র সর্বভারতীয় সভাপতির কড়া সমালোচনা করেন শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । রবিবার শ্রীরামপুরে উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে এসে তিনি এই কথা বলেন ।
তিনি বলেন," বিমল গুরুং এবং রোশন গিরি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন । তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না । কখনও নেপালে বা কোনও অন্য জায়গায় গিয়ে লুকিয়ে রয়েছেন । তাঁদের BJP-র নেতা জে পি নাড্ডা সঙ্গে নিয়ে ছবি তুলছেন, পোস্ট করছেন। বিয়েবাড়িতে রিসেপশন দিচ্ছেন। " কল্যাণের অভিযোগ, বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে অনেক রকম অপরাধমূলক মামলা আছে । এই দু'জন ভারতবর্ষকে ভাগ করতে চেয়েছেন। এঁরা গোর্খাল্যান্ডের নাম করে নেপালের সঙ্গে যুক্ত হতে চাইছেন।