পুরশুড়া, 21 এপ্রিল : হুগলিতে BJP-র বাইক মিছিলে যোগ দেওয়ার জন্য এক BJP কর্মীকে মারধর করা হল । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্ত BJP কর্মীর নাম হেমন্ত দাস । পুরশুড়া থানায় আজ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ।
BJP কর্মীকে মারধর, থানায় বিক্ষোভ - hooghly
হুগলিতে BJP-র বাইক মিছিলে যোগ দেওয়ার জন্য এক BJP কর্মীকে মারধর করা হল । পুরশুড়া থানায় আজ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নামে পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
গতকাল হুগলির পুরশুড়ায় আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে বাইক মিছিল হয় । সেই নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিল শ্রীরামপুরের BJP কর্মী হেমন্ত দাস । অভিযোগ, গতরাতেই তাঁর বাড়িতে যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । তাঁকে মারধর করে তারা । গতরাতেই তাঁকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । আজ সকাল থেকে পুরশুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় BJP কর্মী সমর্থকরা । পুরশুড়া থানায় BJP-র তরফে তৃণমূল কর্মী রমেন রাউত সহ দু'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
স্থানীয় BJP নেতা সুব্রত চক্রবর্তী বলেন, "গতরাতে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী শ্রীরামপুর গ্রামে হেমন্ত দাসের বাড়ি তালা ভেঙে ঢোকে এবং গলা চেপে ধরে বেধড়ক মারধর করে । দু'জনকে চিনতে পেরেছিলেন তিনি। তাদের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । "