পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে BJP কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

গোঘাটের কোটা গ্রামে খুন হন BJP নেতা ৷ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP সমর্থকরা ৷ সেই সময় তাদের উপর লাঠিচার্য করে পুলিশ ৷

পুলিশ কর্মীরা

By

Published : Aug 2, 2019, 10:47 PM IST

গোঘাট , 2 অগাস্ট : BJP নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP সমর্থকরা ৷ সেই সময় তাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি হুগলির গোঘাট থানার ৷

উল্লেখ্য, গোঘাটের কোটা গ্রামে খুন হন স্থানীয় BJP নেতা কাশীনাথ ঘোষ ৷ এই ঘটনায় অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্ন তুলে গোঘাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP কর্মী সমর্থকরা ৷ কর্মসূচি শেষ হওয়ার পরই থানার কাছেই তাঁরা বকুলতলা এলাকায় জমায়েত করেন ৷ স্থানীয় সূত্রে খবর, সেই সময় কয়েকজন BJP কর্মী পুলিশের গাড়ি আটকায় ও ঠেলাঠেলি করে ৷ তখনই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন BJP কর্মীরা । এরপরেই গোঘাট থানার পুলিশ বাহিনী BJP কর্মীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ । লাঠির আঘাতে জখম হন দাউদ আলি নামে এক BJP কর্মী । তাকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন : নদিয়ায় BJP নেতাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতাসহ দুই

অন্যদিকে পুলিশের ভূমিকার নিন্দা করেছেন BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন তেওয়ারি । তিনি বলেন, "আমরা আইন-শৃঙ্খলা বজায় রেখেই বিক্ষোভ কর্মসূচি করি । বাড়ি যাওয়ার জন্য থানার পাশেই বকুলতলা এলাকায় আমাদের কর্মীরা জমা হয় । সেই সময় পুলিশ তাদের ওখান থেকে সরে যেতে বলে । এই নিয়ে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে । এরপরই পুলিশ আমাদের কর্মীদের লাঠিচার্জ করে । এমন কি একজন কর্মীকে মারধর করে আটক করেছে । যা নিন্দনীয় ঘটনা । "

ABOUT THE AUTHOR

...view details