চুঁচুুড়া ষন্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া, 15 জানুয়ারি: ইডির তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিকে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এবার, কল্যাণকে একহাত নিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি জানান, সন্দেশখালির ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে রুট মার্চ করছে ৷
রবিবার ডানকুনির এক সভা থেকে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কলকাতায় কিভাবে সি আই এস অফ রুট মার্চ করতে পারে ? এই প্রসঙ্গেই তিনি বলেন, "ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে । নির্বাচন ছাড়া রাজ্যের মধ্যে সিআইএসএফ রুট মার্চ করতে পারে না। মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারে না। নির্বাচনের আগে থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা পশ্চিমবঙ্গে ভয় দেখানো হচ্ছে।" কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে পালটা লকেট চট্টোপাধ্যায় বলেন "সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে ইডি সিআইএসএফ-এর উপর আক্রমণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় । যাঁরা তদন্ত করতে যাচ্ছেন যদি তাঁদেরই খুন করার চক্রান্ত করা হয়। তাহলে তদন্তটা কে করবে।তাই রুটমার্চের ব্যবস্থা করা হয়েছে ৷ তারা তো তাদের কাজ টা করবে। সেই জন্যই সিআইএসএফ-এর জওয়ানরা এটা করছে।"
এদিকে রবিবার এই বছর লোকসভার শেষ অধিবেশনে এ রাজ্যের বিজেপির সাংসদের শেষ অধিবেশন হবে বলে দাবি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর উত্তরেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "এবার লোকসভার শেষ অধিবেশন তৃণমূল সাংসদেরও শেষ অধিবেশন হবে । 2019 সালে 18 জন সাংসদ আমাদের গিয়েছিল । তৃণমূলের অনেকেই হেরে গিয়েছিল। তারা যেতে পারেননি সেটাই তাদের শেষ দেখা হয়েছিল।আমার মনে হয় 2024-এও যে ক’জন সাংসদ রয়েছেন তৃণমূলের । তাদের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি তৃণমূল সাংসদের এটাই শেষ অধিবেশন হবে ।"
আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ৷ সেই উপলক্ষে চুঁচুুড়া ষন্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার বিজেপি নেতা কর্মীদের নিয়ে সকালে ষন্ডেশ্বরতলা মন্দিরে আসেন সাংসদ। পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি কল্যাণ যজ্ঞ সম্পন্ন করেন তিনি ।
আরও পড়ুন:
- গিরগিটির মতো রঙ বদলে দলত্যাগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, দাবি লকেটের
- দেশের স্বার্থে সব দলকে এক হয়ে মহুয়াকে শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল লকেটের
- লোকসভায় বিজেপি রাজ্যে 35 আসন পাবে, প্রত্যয়ী লকেট চট্টোপাধ্যায়