পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে BJP নেতা খুনে দোষীদের দ্রুত শাস্তি চাই, নাহলেই আন্দোলন : সায়ন্তন - Murder

গোঘাটে BJP নেতাকে খুন করে খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু ৷

সায়ন্তন

By

Published : Jul 28, 2019, 7:09 PM IST

গোঘাট, 28 জুলাই : গোঘাটে BJP-র বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে গোঘাট-আরামবাগে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷

গতরাতে নকুন্ডার কোটা গ্রামের কাশীনাথ ঘোষকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় । খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ কাশীনাথের মৃত্যুর জন্য BJP-র গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে তারা ৷ এরপর আজ দুপুরে কাশীনাথের বাড়িতে যান সায়ন্তন ৷ তিনি বলেন, "বাড়িতে দেখা করতে এসেছি ৷ সান্ত্বনা দেওয়ার ভাষা নেই । তাঁর প্রাণ চলে গেছে, সেটা তো ফিরিয়ে দিতে পারব না । কিন্তু, তৃণমূলের দুষ্কৃতীদের যাতে শাস্তি হয় সেটা আমরা চেষ্টা করব । আন্দোলন জারি রাখব ৷"

এই সংক্রান্ত আরও খবর :গোঘাটে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত BJP কর্মীর মৃতদেহ উদ্ধার

সায়ন্তনের বক্তব্য, এটা অবশ্য বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় ৷ রাজ্যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ৷ সেজন্য তৃণমূল সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে ৷ তাঁর কথায়, "গত দেড় বছরে পশ্চিমবঙ্গে আমাদের 82 জন কার্যকতা প্রাণ হারিয়েছেন । তারপরও যারা বলছেন, পশ্চিমবঙ্গে শান্তি আছে, আইন-শৃঙ্খলা ঠিক আছে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন ।"

লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন কাশীনাথ ৷ অভিযোগ, তৃণমূলে আসার জন্য তাঁকে হুমকি দেওযা হয় ৷ ওই এলাকাতেই আজ ফিরহাদ হাকিমের সভা ছিল ৷ এনিয়ে BJP-র রাজ্য সম্পাদক বলেন, "আমিও তাই শুনেছি ৷ হুমকির রেকর্ডিংও কাশীনাথের ফোনে আছে বলে শুনছি ৷ কাজেই যারা হুমকি দিয়েছে তারাই খুন করেছে এটা পরিষ্কার । পুলিশের উচিত, আজ রাতের মধ্যে তাদের (দোষীদের) গ্রেপ্তার করা ৷ নাহলে প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে এটুকু বলতে পারি, এখানে আন্দোলন শুরু করব ৷"

কয়েকদিন আগে এলাকারই তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অভিযুক্তদের তালিকায় ছিল কাশীনাথের নাম ৷ কাশীনাথের খুনের পিছনে কি সেই ঘটনার কোনও যোগ রয়েছে? এনিয়ে সায়ন্তন বলেন, "আমি হুগলি গ্রামীণের SP-র সঙ্গে কথা বলেছিলাম ৷ তিনি বলেছেন, FIR-এ ২২ জনের নাম আছে ৷ কিন্তু, তিনিও বিশ্বাস করেন, সকলেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন । FIR-এ নাম আছে বলে তিনি (কাশীনাথ) খুনের সঙ্গে যুক্ত এটা কীভাবে হয়? তর্কের খাতিরে যদি মেনেই নিই তিনি দোষী, তাহলে তাঁকে খুন করে ফেলতে হবে?" সায়ন্তনের বক্তব্য, তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷ কাশীনাথকে খুনের ঘটনাতেও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই ৷ তাঁর কথায়, "যাদের নাম FIR-এ থাকবে তাদের গ্রেপ্তার করা না হলে BJP কার্যকর্তারা থানায় পৌঁছে দিয়ে আসবে ৷"

ABOUT THE AUTHOR

...view details