পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

হোলির দিনে নৌকায় চড়ে গঙ্গার ঘাটে ঘাটে প্রচার চালালেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । তাঁর উপর 'হামলা'র ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি ৷

bjp-candidate-locket-chatterjee-campaigning-at-boat-in-holi
হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের

By

Published : Mar 29, 2021, 12:10 PM IST

Updated : Mar 29, 2021, 1:36 PM IST

হুগলি, 29 মার্চ: হোলিতে নৌকায় চড়ে প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । আজ চুঁচুড়া ঘাট থেকে ডানলপ ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটে জনসংযোগ করেন তিনি ।আগামীদিনে বিজেপিকে ক্ষমতায় আনলে গঙ্গার বিভিন্ন ঘাটের সংস্কার হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ।

সোমবার হোলির দিনে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে আসা মানুষজনের সঙ্গে জনসংযোগ বাড়াতেই নৌকায় প্রচার চালালেন লকেট চট্টোপাধ্যায় । এ দিন নৌকা থেকেই পদ্ম ফুল ও পতাকা দেখিয়ে তিনি প্রচার চালান । সাংসদ ও চুঁচুড়ার বিজেপি প্রার্থী বলেন, "এই সরকার কোনও উন্নয়নের কাজ করতে দেয় না । সাংসদ তহবিলের টাকাও খরচ করতে দেয় না ।আগামী দিনে সরকারে এলে আমরা কাজ করব ।"

নৌকায় জনসংযোগে লকেট ৷

চুঁচুড়ায় যাঁরা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাঁদের উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, "মোদি সরকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জন্য তহবিল গঠন করেছে । বাংলা যেহেতু মাছের উপর নির্ভর করে । তাদের অবশ্যই উন্নয়ন করব ।"

আরও পড়ুন:বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা

তিনি আরও বলেন, "আমার চোখ এখন ভালো আছে । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে একজন মহিলার উপর হামলা চালিয়েছে । আমি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছি । এটা করে আমার প্রচারকে যাতে বন্ধ করা যায় তার চেষ্টা করেছে । আমি জানি আমাদের নিজেদের জায়গা করতে হবে । এসব করে দমাতে পারবে না । চুঁচুড়া কেন, সারা বাংলা জুড়ে পদ্ম ফুটবে ।"

Last Updated : Mar 29, 2021, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details