তারকেশ্বর, 2 জুলাই : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি বিয়ে পণ্ড করে ভাঙচুর ও মারধরের অভিযোগও আনা হয় বিজেপির বিরুদ্ধে।
বিয়ের অনুষ্ঠানে আসা অতিথি এবং নব দম্পতিকে মারধরও করে অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূলের অভিযোগ এমনটাই । দুষ্কৃতীরা নবদম্পতির গয়না লুট করেছে বলেও অভিযোগ । ঘটনাটি হুগলির তারকেশ্বরের দত্তপুর গ্রামের । আস্তারা দত্তপুর গ্রামের পঞ্চায়েত প্রধান কেশব ঘোষের অভিযোগ, BJP নেতা গণেশ চক্রবর্তীর মদতে এই হামলা চলে ।
রবিবার পঞ্চায়েত প্রধানের আত্মীয়ের বিয়ে ছিল। তাঁর বাড়িতে নববধূকে বরণের অনুষ্ঠান হচ্ছিল। তখন কেশববাবুর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করা হয়, অভিযোগ এমনটাই । ঘটনায় জখম হয়েছেন গ্রামপ্রধান কেশব ঘোষ, তাঁর আত্মীয় সৌভিক ঘোষ, নবদম্পতি ভাইপো কৌশিক ঘোষ, অনিন্দিতা ঘোষ-সহ পরিবারের সদস্য ও বিয়ে বাড়িতে আসা কয়েকজন অতিথিও। তাঁদেরকে স্থানীয় তারকেশ্বর ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।