পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত BJP - panchayat pradhan

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে ।

তৃণমূল নেতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত BJP

By

Published : Jul 2, 2019, 3:23 PM IST

তারকেশ্বর, 2 জুলাই : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি বিয়ে পণ্ড করে ভাঙচুর ও মারধরের অভিযোগও আনা হয় বিজেপির বিরুদ্ধে।
বিয়ের অনুষ্ঠানে আসা অতিথি এবং নব দম্পতিকে মারধরও করে অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূলের অভিযোগ এমনটাই । দুষ্কৃতীরা নবদম্পতির গয়না লুট করেছে বলেও অভিযোগ । ঘটনাটি হুগলির তারকেশ্বরের দত্তপুর গ্রামের । আস্তারা দত্তপুর গ্রামের পঞ্চায়েত প্রধান কেশব ঘোষের অভিযোগ, BJP নেতা গণেশ চক্রবর্তীর মদতে এই হামলা চলে ।

রবিবার পঞ্চায়েত প্রধানের আত্মীয়ের বিয়ে ছিল। তাঁর বাড়িতে নববধূকে বরণের অনুষ্ঠান হচ্ছিল। তখন কেশববাবুর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করা হয়, অভিযোগ এমনটাই । ঘটনায় জখম হয়েছেন গ্রামপ্রধান কেশব ঘোষ, তাঁর আত্মীয় সৌভিক ঘোষ, নবদম্পতি ভাইপো কৌশিক ঘোষ, অনিন্দিতা ঘোষ-সহ পরিবারের সদস্য ও বিয়ে বাড়িতে আসা কয়েকজন অতিথিও। তাঁদেরকে স্থানীয় তারকেশ্বর ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নবদম্পতিও তারকেশ্বর থানায় আসে । তাঁদের সঙ্গে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান তারা । ঘটনার খবর পেয়ে তারকেশ্বর আসেন আরামবাগ লোকসভার দলীয় পর্যবেক্ষক দিলীপ যাদব । তাঁর উপস্থিতিতে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয় । দিলীপবাবু চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান ।

কেশব বাবুর কথায়, "ভারতের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি । বাড়িতে নববধূ বরণের সময় BJP-র গুন্ডারা এই রকম ভাবে হামলা করল । এই ঘটনা নরেন্দ্র মোদি দেখুক । এসব কী হচ্ছে? তীব্র ধিক্কার জানাচ্ছি ।"

অন্য দিকে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক গণেশ চক্রবর্তী বলেন, "আমি খোঁড়া মানুষ । তৃণমূলই আমাকে মেরে খোঁড়া করেছে । আমি বাড়ি থেকে বের হতেও পারি না । সেটা পুলিশও জানে । আমার নামে মিথ্যা অভিযোগ এনেছেন ওঁরা ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details