পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গভীর রাতে স্ট্রং রুমে হাজির তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, উত্তেজনা আরামবাগে - স্ট্রং রুম

গত মঙ্গলবার ভোট ছিল আরামবাগে৷ সেদিন ওই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় গোলমাল হয়৷ আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলও ৷

গভীর রাতে স্ট্রং রুমে হাজির তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, উত্তেজনা আরামবাগে
গভীর রাতে স্ট্রং রুমে হাজির তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, উত্তেজনা আরামবাগে

By

Published : Apr 8, 2021, 1:41 PM IST

Updated : Apr 8, 2021, 2:01 PM IST

আরামবাগ, 8 এপ্রিল : বুধবার গভীর রাতে হঠাৎ আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ এই নিয়ে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এত রাতে কেন এসেছেন, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা ৷

সুজাতা মণ্ডলের বক্তব্য, তিনি স্ট্রং রুম ঠিক আছে কি না, সেটি দেখতে এসেছিলেন । তিনি যে হুগলির ওই বিধানসভা কেন্দ্র থেকেই জিতছেন, সেই কথাও বুধবার রাতে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন সুজাতা মণ্ডল ৷

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে চলে যান আরামবাগের বিজেপি প্রার্থী মধুসুদন বাগও । তিনি অবশ্য বলেন, ‘‘ইভিএম ও ভিভিপ্যাট ঠিক আছে ৷ পাহারায় থাকা আধাসামরিক বাহিনীর উপর আমাদের আস্থা আছে ।’’

গভীর রাতে স্ট্রং রুমে হাজির তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, উত্তেজনা আরামবাগে

এই ঘটনায় এক বিজেপি কর্মী শেখ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ । তাকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে ।

আরও পড়ুন :সুজাতার উপর হামলার পুলিশি রিপোর্ট নিয়ে প্রশ্ন কমিশনের

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোট ছিল আরামবাগে৷ সেদিন ওই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় গোলমাল হয়৷ আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলও ৷

Last Updated : Apr 8, 2021, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details