সিঙ্গুর, 26 মার্চ : সিঙ্গুর, 2011 সালের বাম সাম্রাজ্য পতনের অন্যতম অনুঘটক ৷ সেই সিঙ্গুরেই এবার লড়াই তৃণমূলের বেচারাম মান্না, সদ্য বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্যের মধ্যে ৷ এই এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ বেচারাম মান্না ৷ সিঙ্গুরের জমি আন্দোলনে মমতার বিশ্বস্ত সৈনিক ছিলেন৷ ভোটের প্রচারে খামতি রাখতে চাইছেন না বেচারাম ৷
প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের প্রতিনিধিকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷ সেখানেই বিজেপি প্রার্থী তথা সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে একহাত নিলেন বেচারামবাবু ৷ তাঁর সাক্ষাৎকারে উঠে এল একাধিক প্রসঙ্গ ৷
প্রতিদিন হেঁটেই সিঙ্গুর বিধানসভার প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বেচারাম । জয় নিয়ে আশাবাদী তিনি ৷ তাঁর কথায়, ‘‘এটা পুরানো খেলার মাঠ ৷’’ বিরোধী প্রার্থীদের দুর্বলতাও নিয়েও আত্মপ্রত্যয়ী তিনি ৷ বলছেন, ‘‘ কার কী দুর্বলতা আমার জানা । তাই জিততে কোনও সমস্যা হবে না ।’’