পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিমান ভুলে ফিরলেন, উত্তরপাড়ায় পদ্ম ফোটাতে নির্দল প্রার্থী হচ্ছেন না কৃষ্ণা - uttarpara bjp leader krishna bhattacharjee

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই অভিমানে দল ছাড়েন প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য । প্রবীর ঘোষালের বিরুদ্ধে উত্তরপাড়া বিধানসভার নির্দল প্রার্থী হয়ে সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল তাঁর ৷

hooghly
hooghly

By

Published : Mar 23, 2021, 11:22 AM IST

উত্তরপাড়া, 23 মার্চ : উত্তরপাড়া থেকে প্রবীর ঘোষালকে প্রার্থী করায় গোঁসা হয়েছিল ৷ তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরপাড়ার বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য ৷ যদিও শেষমেশ সিদ্ধান্ত থেকে সরে এলেন নেত্রী ৷ প্রবীর ঘোষালকে পাশে বসিয়ে নির্বাচনে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি ৷ জানিয়ে দিলেন, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন না ৷

উত্তরপাড়ায় পদ্মফুল ফোটাতেই এই সিদ্ধান্ত তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেত্রী ৷ জানিয়ে দিলেন, দলে থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের হয়ে ভোটে কাজ করবেন । বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই অভিমানে দল ছাড়েন প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য । প্রবীর ঘোষালের বিরুদ্ধে উত্তরপাড়া বিধানসভার নির্দল প্রার্থী হয়ে সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল তাঁর ৷ প্রবীর ঘোষাল তাঁর বাড়িতে এসে বোঝান ৷ তারপরই অভিমান ভুলে দলে ফিরলেন তিনি ৷

আরও পড়ুন : প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ায় কোন্নগরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রবীর ঘোষালকে পাশে বসিয়ে তাঁকে প্রার্থী না করায় কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে দুষলেন কৃষ্ণা ভট্টাচার্য । তিনি বলেন, "ক্ষমাই আসল ধর্ম । ভুল করেছে কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব । বুঝে অথবা না বুঝে ভুল করেছে । একটা মানুষের জন্য দেওয়াল লেখা হয়ে গিয়েছে । দলের সম্মান রাখতে আমরা এক জোট হয়েছি । এখন সবকিছু ভুলে একটাই কাজ, পদ্মফুলকে জেতাতে হবে ।"

নির্দল প্রার্থী হচ্ছেন না উত্তরপাড়ার বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য

বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন, "কৃষ্ণাদি হচ্ছেন উত্তরপাড়ায় বিজেপির বড় জননেত্রী ৷ অনেক পুরোনো নেত্রী ৷ তাই তাঁর মনে আঘাত লেগেছিল ৷ মান অভিমান হয়েছিল । তবে বাস্তব বিচার করে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details