রিষড়া, 5 নভেম্বর: ডেঙ্গি আক্রান্ত রিষড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী ৷ তাঁর ছোটো মেয়েও ছাড় পায়নি । তিনি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী । সাংসদের স্বামী ও ছোটে মেয়ে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ।
তৃণমূলের সাংসদ জানান, তিনি, তাঁর স্বামী সাকির আলী ও ছোটো মেয়ে সম্প্রতি হায়দরাবাদ থেকে ফিরেছেন ৷ 26 অক্টোবর তাঁরা বাড়ি ফেরেন । তখন থেকে গোটা পরিবার অসুস্থ হয়ে পড়ে । 1 নভেম্বরে সাকির আলী ও তাঁর এক মেয়ের ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে । সাংসদের অনুমান, হায়দরাবাদ থেকেই আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী ও ছোটো মেয়ে । তিনি বলেন, "হায়দরাবাদ থেকে ফেরার পর হয়েছে বলে মনে হয় । কীভাবে হল বুঝতে পারছি না । এর আগে আমার রক্ত পরীক্ষা করিয়েছিলাম ৷ সেখানে ডেঙ্গি নেগেটিভ এসেছিল । এখন আবার টেস্ট করব ।"