চুঁচুড়া, 1 জানুয়ারি: প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে (Allegations Against BJP of Vandalizing TMC party Office on Foundation Day)। রবিবার ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল বালিকাটায় তৃণমূল কার্যালয় । এই ঘটনায় বিধায়ক অসিত মজুমদার হুঁশিয়ারি দেন যে, চাইলে চুঁচুড়ায় সমস্ত বিরোধী দলীয় কার্যালয় বন্ধ করতে পারেন । যদিও বিজেপিও পালটা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল বিধায়ককে ৷ তাদের কথায়, 24 ঘণ্টা সময় দেওয়া হচ্ছে, বিজেপি অফিস বন্ধ করে দেখাক । এই ঘটনায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় সুরজ সামি নামে একজনকে আটকে করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ । পুলিশ সূত্রে খবর, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে হয়নি । শনিবার গভীর রাতে বর্ষবরণ পালন করে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসার জেরে এই ঘটনা ঘটেছে ।
TMC Party Office Vandalized: প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত বিজেপি - allegations against bjp
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করল বিজেপি (TMC Foundation Day)৷ ব্যান্ডেলের বালিকাটার এই ঘটনায় এমনই অভিযোগ উঠছে ৷ যদিও পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই ৷
শনিবার রাতে তৃণমূল দলীয় কার্যালয়ে জানালার কাঁচ, ইলেকট্রিক সরঞ্জাম ও চেয়ার ভাঙা হয় । রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ তিনি বলেন, "যাদের পায়ের তলার মাটি নেই সেই সিপিএমকে মানুষ বাংলা থেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে । আর এই উচ্চিংড়ের একটি সাম্প্রদায়িক দল এসব করছে । আমি আমাদের দলের কর্মীদের নির্দেশ দিয়েছি বিরোধীদের তাদের রাজনৈতিক কার্যকলাপে হস্তক্ষেপ করা যাবে না । তাঁদের কাজ করার সুযোগ দিচ্ছি । ওদের লোকজন নেই তাই অশান্তি করার চেষ্টা করছে । কেউ যদি তৃণমূলকে দুর্বল ভেবে দলের জন্মদিনে দলীয় কার্যালয় ভাঙচুর করে । তাহলে আমি ইচ্ছে করলে তো পারি এখনই অর্ডার দিলে চুঁচুড়া বিধানসভার বিরোধী দলের যত দলীয় কার্যালয় আছে পনেরো মিনিটে বন্ধ করে দেব ।"
বিধায়কের হুমকির পালটা জবাব দিয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "বিধায়ককে পনেরো মিনিট নয়, 24 ঘণ্টা সময় দিলাম একটা পার্টি অফিস বন্ধ করে দেখাক । চুঁচুড়া বিধানসভা উত্তপ্ত হয় কেবলমাত্র এই বিধায়ক এবং তার কিছু লোকজনের জন্য । বালিকাটায় যে ঘটনা ঘটেছে তা কেবল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । এরা দায় এড়াতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে । সামনে পঞ্চায়েত ভোট, কে টিকিট পাবে কে পাবে না সে নিয়েই দ্বন্দ্ব চলছে ওদের মধ্যে ৷"
আরও পড়ুন :দলের প্রতিষ্ঠা দিবসে ইতিহাস মনে করালেন দলনেত্রী, অভিষেক দিলেন লড়াইয়ের বার্তা