পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওয়ার্ড অফিস নাকি তৃণমূল কার্যালয় ! চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ - lokshabha

ওয়ার্ড অফিস হয়ে উঠেছে তৃণমূলের দলীয় কার্যালয় । এর প্রতিবাদে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ।

চেয়ারম্যান

By

Published : Jun 10, 2019, 10:36 PM IST

Updated : Jun 10, 2019, 10:47 PM IST

তারকেশ্বর, 10 জুন : ওয়ার্ড অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদে চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বসিন্দারা । দেওয়া হয় জয়শ্রীরাম স্লোগান । তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপট্টি এলাকার ঘটনা ।

তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের অফিসটি দোতলা । নীচের তলায় অঙ্গনওয়াড়ি স্কুল । দ্বিতীয়তলায় চলত ওয়ার্ড অফিসের কাজকর্ম । অভিযোগ, ওয়ার্ড অফিসটিকে ধীরে ধীরে দলীয় কার্যালয় বানিয়ে ফেলে তৃণমূল কর্মীরা । সেখানে তারা দলীয় পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন রাখতে শুরু করে । স্কুলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় কমতে শুরু করে ছাত্র সংখ্যা ।

লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । এরপরেই ওই ওয়ার্ড অফিস থেকে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে BJP কর্মীরা । তারা সেখানে নিজেদের ব্যানার লাগিয়ে দেয় । এই বিষয়ে অভিযোগ পেয়ে আজ তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ড অফিস পরিদর্শনে যায় তারকেশ্বর পৌরসভার একটি প্রতিনিধি দল । তাদের সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত । সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা ও চেয়ারম্যানের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মনোজ মালাকার বলেন, "এই অফিসের একতলায় অঙ্গনওয়াড়ি স্কুল চলে । 8 বছর ধরে এই ওয়ার্ড অফিসটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে তৃণমূল কর্মীরা । ফলে এখানে স্কুলের পড়ুয়াদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছিল । লোকসভা নির্বাচনের পর এখান থেকে তৃণমূলের দলীয় পতাকা, ফ্ল্যাগ খুলে দেয় স্থানীয়রা । আমরা এই অফিসটিকে কোনও ভাবেই তৃণমূলের দলীয় কার্যালয় বানাতে দেব না । "

পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, "এলাকার মানুষের কিছু ক্ষোভ ছিল । আমি স্থানীয় প্রতিনিধিকে বলেছিলাম কাজ হয়নি । তাই নিজে বিষয়টি খতিয়ে দেখার জন্য গেছিলাম । ওদের কিছু সমস্যা আছে । আমরা তা আলোচনার মাধ‍্যমে মিটিয়ে ফেলব ।"

Last Updated : Jun 10, 2019, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details