পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কম রেশন দেওয়ার অভিযোগে শিমলাগড়ে বিক্ষোভ স্থানীয়দের

কম রেশন দেওয়া হচ্ছে এই অভিযোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ শিমলাগড়ে । অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিন কিলো আটা দেওয়া হয়নি । শুধু দুই কিলো চালই দেওয়া হচ্ছে । এর প্রতিবাদে বিক্ষাভকারীরা পাঁচ কিলো চাল দেওয়ার দাবি জানাতে থাকেন ।

aa
রেশন দোকানের সামনে স্থানীয়দের লাইন

By

Published : Apr 1, 2020, 8:57 PM IST

শিমলাগড়, ১ এপ্রিল: রেশন নিয়ে বিভ্রান্তির জেরে স্থানীয়দের বিক্ষোভ পাণ্ডুয়ার শিমলাগড়ে । সকল থেকেই স্থানীয়রা এলাকার একটি রেশন দোকানে পাঁচ কিলো চালের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের অভিযোগ, সরকারের তরফে মাথা পিছু দুই কিলো চাল ও তিন কিলো আটা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল । কিন্তু এক্ষেত্রে তাঁদের আটা দেওয়া হচ্ছে না । শুধু দুই কিলো চাল দিয়েই কাজ সারছে ওই রেশন দোকান । তাই মাথা পিছু একসঙ্গে পাঁচ কিলো চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

বিক্ষোভকারীদের মধ্যে একজনের কথায়, "লকডাউনের কারণে আমরা এখন ঘরবন্দী । বেশিরভাগই দোকানই বন্ধ । বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না । মুখ্যমন্ত্রী মাথাপিছু দুই কিলো চাল ও তিন কিলো আটা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । কিন্তু এখন এসে দেখছি আটা দেওয়া হচ্ছে না । শুধুমাত্র চালই দেওয়া হচ্ছে মাত্র দুই কিলো করে । আটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের পাঁচ কিলো করে চাল দেওয়া হোক সেই দাবিই জানাচ্ছি । কারণ এইটুকু চালে আমাদের গোটা মাস চালানো সম্ভব না ।" ঘটনাস্থানে পাণ্ডুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

এই নিয়ে স্থানীয় রেশন দোকানের মালিক সনাতন পাল বলেন, "মাথা পিছু দুই কিলো চাল ও তিন কিলো আটা দেওয়ার কথা হয়েছে । কিন্তু আটা এখনও আসেনি । তাই দেওয়া হয়নি ।" অন্যদিকে পাণ্ডুয়ার রেশন কন্ট্রোলার সুপ্রীতি বিশ্বাস বলেন, "মাথা পিছু দুই কিলো চাল ও তিন কিলো আটা দেওয়া হবে । কিন্তু লেবার সমস্যার কারণে আটা এখনও আসেনি । তবে পরের সপ্তাহে আশা করি সমস্যা মিটে যাবে। মানুষকে বোঝানোর জন্য আমরা বিষয়টি জনপ্রতিনিধিকে জানিয়েছি । সরকারি যে নির্দেশিকা আছে সেই নিয়মেই চাল,গম দেওয়া হবে মানুষকে ।"

ABOUT THE AUTHOR

...view details