হুগলি, 16 জানুয়ারি : গাঁজা, বাংলা মাল খেয়ে পড়ে থাকা লোকের নাম অর্জুন সিং ৷ ব্য়ারাকপুরের সাংসদকে নিশানা করতে গিয়ে, এমনই বিতর্কি মন্তব্য় করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৈদ্য়বাটিতে তৃণমূলের সভায় গিয়ে একথা বলেন কল্য়াণ ৷ তাঁর কথায় অর্জুন সিং বিজেপিতে থাকলেও, একসময় বিকাশ বসুকে মেরেছিল এই অর্জুন ৷ এমনকি শমীক ভট্টাচার্যকেও বন্দুক নিয়ে তেড়ে গিয়েছিল অর্জুন ৷
এদিন বৈদ্য়বাটিতে সভায় যাওয়ার সময় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়কে কালো পতাকা দেখানো হয় ৷ তাঁর পোস্টারে কালিও লাগানো হয় ৷ এনিয়ে কল্য়াণ বলেন, এর পিছনে বিজেপির হাত রয়েছে ৷ এতে কিছু এসে যায় না ৷ শ্রীরামপুরে বিজেপি কিছু করতে পারবে না ৷ যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাঁরা আমাকে কালো পতাকা দেখাচ্ছে ৷