পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হায়দরাবাদ ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় অবস্থান শিক্ষিকার - হায়দরাবাদ ধর্ষণের প্রতিবাদ

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে অবস্থানে বসেছেন চুঁচুড়ার এক কম্পিউটার শিক্ষিকা ৷ কাউকে পাশে না পেলেও তিন দিন ধরে একা অবস্থানে বসেছেন তিনি ৷

অবস্থানে শিক্ষিকা
অবস্থানে শিক্ষিকা

By

Published : Dec 3, 2019, 8:28 AM IST

Updated : Dec 3, 2019, 8:33 AM IST

চুঁচুড়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু করেছে ৷ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ মিছিল ৷ ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল গোটা দেশ ৷ রাস্তায় নেমেছেন বাঁশবেড়িয়ার এক যুবতি ৷ গত তিনদিন ধরে চুঁচুড়া ঘড়ির মোড়ে মোমবাতি জ্বেলে রাস্তার মধ্যেই প্ল্যাকার্ড হাতে বসে আছেন তিনি ৷

পাশে রাখা পশু চিকিৎসকের ছবি ৷ মোমবাতি জ্বালানো ৷ ভিড় করেছেন বহু মানুষ ৷ কেউ কেউ প্রতিবাদে সমর্থন জানিয়েছেন ৷ তবে, সেভাবে পাশে কাউকে পাননি বহ্নিশিখা রায় ৷ ত্রিবেণীর বাসিন্দা বহ্নিশিখা পেশায় কম্পিউটার শিক্ষিকা ৷ তাঁর বক্তব্য, "ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে সমাজে ৷ হায়দরাবাদে ওই পশু চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে ৷ কালীঘাটেও নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ কাল খবরে দেখলাম, রাজস্থান একটি শিশুকেও ধর্ষণ করা হয়েছে ৷ প্রতিদিন এটা বেড়েই চলেছে ৷ আজ আমাদের মতো মেয়েদের প্রতিবাদ করা উচিত ৷"

প্রতিবাদে তাঁর এই অবস্থানে কাউকে সেভাবে পাশে পাননি বহ্নিশিখা ৷ বলেন, "আমি তিন দিন ধরে এই ঘড়ি মোড়ে অবস্থান করছি ৷ প্রথম দিন একা ছিলাম ৷ তারপর কয়েকজন বান্ধবী এসে বসেছিল ৷ আজ আমার ভাই পাশে রয়েছে ৷ সোশাল মিডিয়ায় সবাই তোলপাড় করছে ৷ তবে, কারও আমার পাশে এসে বসার ক্ষমতা নেই ৷ আমি অনেককেই অনুরোধ করেছি রাস্তায় নেমে আন্দোলন করার ৷ কিন্তু কেউ আমার পাশে থাকেননি ৷ ধর্ষক নাবালক হোক বা যেই হোক, তাদের শাস্তি দেওয়া খুব প্রয়োজন ৷"

Last Updated : Dec 3, 2019, 8:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details