খানাকুল, 22 জুন: মাথা ন্যাড়া করে, শরীরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক বিজেপি কর্মী । মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইল হুগলির খানাকুল-2 ব্লকের নতিবপুর-2 পঞ্চায়েত এলাকা । অভিনব কায়দায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি দেখতে বহু সাধারণ মানুষও ভিড় জমান । যদিও বিজেপি নেতৃত্ব এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ । জানা গিয়েছে, খানাকুল-2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় । যার নেতৃত্বে ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।
2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই এলাকার তৃণমূল নেতা বিভাস মালিক । এদিন অপরূপা পোদ্দারের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন । তাঁর সঙ্গে বহু বিজেপি কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন । তবে এদিনের এই যোগদান কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল । সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে যোগদান কর্মসূচি হলেও কর্মসূচিতে খানাকুল তৃণমূলের কোনও নেতাকেই দেখতে পাওয়া যায়নি । সাংসদ বলেন, ‘‘আগামীদিনে রাজ্যের উন্নয়নে সামিল হতেই একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন ।’’ তাঁদের দলে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি ।