হুগলি, 8 জুন : জিরাটে গতরাতে একটি হিরোর শো-রুমে আগুন লাগে ৷ ভস্মীভূত হয়ে যায় 13 টি বাইক ৷ ক্ষতিগ্রস্ত শো-রুমের একটি বড় অংশ । দুর্ঘটনাটি ঘটে জিরাট বাস স্ট্যান্ডের কাছে অসম লিঙ্ক রোডের পাশে ৷
দুর্ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন । দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শো-রুমের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয় । শর্ট সার্কিট কারণেই এই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের ৷
শো-রুমটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । পুড়ে ছাই অন্তত 13 টি বাইক । দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলাগড়ের বিধায়ক মনোরজন ব্যাপারী ।
আগুন লেগে ভস্মীভূত হয় 13 টি নতুন মোটর সাইকেলসহ কিছু বাইক ও গোটা শোরুম শো-রুমের পাশেই কোম্পানির ওয়ার্কশপে একটি বিএস6 ক্যাটেগরির গাড়ির ইঞ্জিনে কাজ করছিলেন দেবাশিস মালিক । সেই সময় হঠাৎ ইঞ্জিনে শর্ট সার্কিট হয় । অনুমান করা হচ্ছে, সেখান থেকেই আগুন লাগে যায় গাড়ির ট্যাঙ্কে ।
আরও পড়ুন :বাজ পড়ে রাজ্যে মৃত 27, আর্থিক সাহায্য মোদি-মমতার