তারকেশ্বর, ২৭ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস। চালকসহ আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বাসটি কলকাতা থেকে গোঘাটের বদনগঞ্জে যাচ্ছিল। তারকেশ্বরের পিয়াসারার কাছে ২৬ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারকেশ্বর হাসপাতাল এবং আরামবাগ হাসপাতালে পাঠায়।
তারকেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে ওলটাল বাস, আহত কমপক্ষে ৪০ - tarakeswar
নয়নজুলিতে বাস উলটে আহত চালকসহ কমপক্ষে ৪০ জন। তাঁদের তারকেশ্বর এবং আরামবাগ হাসপাতালে ভরতি করা হয়েছে।
জানা গেছে, বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর তারকেশ্বরের পিয়াসারার কাছে একটি নয়নজুলিতে উলটে যায়। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করে। কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুটি ক্রেনের মাধ্যমে বাসটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। বাসের মধ্যে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নয়নজুলিতে উলটে যায়। দুর্ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এবং এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধারের কাজে হাত লাগায়।