পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"গৌতম দেবের পদত্যাগ চাই", "দিদিকে বলো"য় ফোন যুবনেতার

জেলা তৃণমূল সভাপতি গৌতম দেবসহ জেলা নেতৃত্বের পদত্যাগ চেয়ে "দিদিকে বলো"তে নালিশ জানালেন শিলিগুড়ির এক যুব তৃণমূল নেতা । খোদ জেলা সভাপতি ও মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে এই নালিশ ঘিরে হইচই শুরু হয়েছে দলের অন্দরে ।

রণজিৎ ঘোষ

By

Published : Sep 11, 2019, 9:14 PM IST

শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে খারাপ ফলের কারণ খুঁজতে পর্যালোচনা হবে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দেব । গ্রামাঞ্চলে নিচুতলায় এরপর কিছু পরিবর্তন হয় । কিন্তু গোষ্ঠীকোন্দল এখনও কমেনি । এতদিন আড়ালে আবডালে আলোচনা হলেও এবার নেতৃত্বের বদল চেয়ে "দিদিকে বলো"-তে ফোন করেছেন শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রণজিৎ ঘোষ । সেই সঙ্গে পোস্ট করেছেন সোশাল মিডিয়াতেও ৷

এবিষয়ে রণজিৎ বলেন, "দার্জিলিং জেলায় বার বার তৃণমূল হেরে যাচ্ছে ৷ যারা দলে সর্বক্ষণ সময় দেন তাঁদের দায়িত্বে আনা হয় না । বয়স হয়ে গেছে নেতাদের। এই নেতাদের বদল চাইছেন শিলিগুড়ির মানুষ । এর আগে দলে অনেকবার বলেছি । কাজ না হওয়ায় এবার দিদিকে বলোর আশ্রয় নিয়েছি । ফেসবুকেও পোস্ট করেছি । উত্তরবঙ্গের ক্ষমতাবান মন্ত্রী গৌতম দেব । কিন্তু এখানে শিলিগুড়িতে বিধায়ক, মহকুমা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা লোকসভা কোথাও আমরা জিতি না । এর দায় কার ? এই নালিশের জেরে যদি আমাকেই দলবিরোধী বলা হয়, মাথা পেতে নেব । কিন্তু এক দশক ধরে ছাত্র ও যুব রাজনীতি আমরাই করি। কিন্তু আমাদের হাল শোচনীয় । তাই বাধ্য হয়েই প্রকাশ্যে সব বললাম ।"

দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি গৌতম দেব এ প্রসঙ্গে বলেন, "আমার পদত্যাগের যে দাবি উনি তুলেছেন তা নিয়ে মন্তব্য করব না । দলের নানা ফোরামে তিনি বলতেই পারেন । দিদিকেও বলতেই পারেন । কিন্তু যে বিষয় তিনি দিদিকে জানিয়েছেন তা প্রকাশ্যে সোশাল মিডিয়ায় আনা অনুচিত বলেই মনে করি ।"

ABOUT THE AUTHOR

...view details