দার্জিলিং, 23 ফেব্রুয়ারি: জঙ্গলে কাঠ চোরাশিকারি ও বনকর্মীদের মধ্যে গুলি বিনিময় । ঘটনায় বনকর্মীদের ছোঁড়া গুলিতে নিহত এক কাঠ পাচারকারী (Shoot Out At Naxalbari Forest) । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ মঙ্গলবার মধ্যরাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের টুকুরিয়াঝাড় জঙ্গলের ঘটনা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে গুলিবিদ্ধ ওই পাচারকারীর দেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম পাউসা সিংহ (42) । সে নকশালবাড়ি ব্ললের টুকুরিয়াঝাড় বন সংলগ্ন টাঙ্গুয়াঝাড় গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
গাছ কাটার সময় সেখানে অভিযান চালায় ও বাধা দেয় টুকুরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা । বাধা দিতেই কাঠ পাচারকারীর সঙ্গে বনবিভাগের কর্মীদের মধ্যে বচসা শুরু হয় ৷ বাধে সংঘর্ষও ৷ উত্তেজনার জেরে চলে গুলি । পাচারকারীরা প্রথমে বনকর্মীদের উপর গুলি চালায় । পালটা বনকর্মীরাও গুলি চালাতে বাধ্য হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং ডিভিশনের বনবিভাগের আধিকারিক সুরত্ন শেরপা ও দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা । এরপর পুনরায় ঘটনাস্থলে পৌঁছলে মৃতদেহ দেখতে পান বনবিভাগের কর্মীরা ।