শিলিগুড়ি, 9 মার্চ : "ক্যাপ্টেনকে হঠাৎ করে বাদ দিয়ে দেবে ৷ লিস্টে নাম থাকা সত্ত্বেও ওই বাজে কোচ ও দুই-একজন মিলে এক বছর ধরে ওয়ার্ম আপ করাবে ৷ ওয়ার্ম আপ করিয়ে, টিম লিস্টে নাম রেখে বাইরে বসিয়ে রাখা মানা যায় না ।" আজ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন তৃণমূল নেতা নান্টু পাল । নাম না করে পর্যটনমন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকে কটাক্ষ করেন তিনি ।
এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ভাইস চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন নান্টু পাল । এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিঙ্গলার হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি । এরপর দলের কোর কমিটির সদস্য এবং শিলিগুড়ি বিধানসভার কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বলে সাফ জানিয়ে দেন তিনি ।
তবে নির্দল হয়ে লড়াই করলেও শহরের অন্যান্য অ-রাজনৈতিক সংগঠন থেকে পদত্যাগ করছেন না । এদিন ইস্তফা দিয়ে তিনি বলেন, "গোটা রাজ্যে খেলা হবে স্লোগান দেওয়া হচ্ছে । কিন্তু এখানে খেলা হবের নিয়ম ভাঙা হবে । বহিরাগত প্রার্থী এনে খেলা করানো আর স্থানীয় ভাল খেলোয়াড়কে বসিয়ে রাখা মানা যায় না । তবে এখনও নির্দল হিসেবেই লড়ছি । পরবর্তীতে দেখা যাবে।"