পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসতে চলেছে মোর্চা ও তৃণমূল : গুরুং

বৃহস্পতিবার দলসিংপাড়া গোর্খা ভবনের উদ্বোধন করেন বিমল গুরুং৷ সেখানেই তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসতে চলেছে মোর্চা এবং তৃণমূল কংগ্রেস।

আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসতে চলেছে মোর্চা ও তৃণমূল
আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসতে চলেছে মোর্চা ও তৃণমূল

By

Published : Feb 4, 2021, 10:31 PM IST

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি : আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসতে চলেছে মোর্চা এবং তৃণমূল কংগ্রেস। এদিন এই কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং৷ বৃহস্পতিবার কালচিনি ব্লকের দলসিংপাড়া গোর্খা ভবনে এসে এমন কথাই জানিয়েছেন তিনি৷ পাশাপাশি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়, তরাই-ডুয়ার্সে গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল কংগ্রেস যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্ৰহণ করেছে। পাহাড়, তরাই-ডুয়ার্সে মিটিং, মিছিল, জনসভা অনেক কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিন দলসিংপাড়া গোর্খা ভবনের উদ্বোধন করেন বিমল গুরুং৷ সেখানেই তিনি জানান, বিজেপিকে শিক্ষা দিতে হবে৷ আর সেই লক্ষ‍্যে মোর্চা কর্মী ও তৃণমূল এক সঙ্গে ময়দানে নেমে পড়েছে৷ মোর্চা ও তৃণমূল যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নেবে। ডুয়ার্সে কোনও আসনে মোর্চা প্রার্থী দেবে কি না, সেই বিষয়ে এখন অবধি কোনও সিদ্ধান্ত হয়নি বলে গুরুং জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা প্রার্থী নিয়ে খুব শীঘ্রই যৌথ ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন :জমি বিবাদের জেরে নিউটাউনে জেঠতুতো দাদাকে খুন !

2017 সালে পাহাড়ে অশান্তি ছড়িয়েছিল৷ তার পর সেখান থেকে আত্মগোপন করেছিলেন বিমল গুরুং৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা করা হয়৷ সম্প্রতি তিনি আবার প্রকাশ্যে ফিরে এসেছেন৷ পাহাড়ে নিজের হারানো জমি পুনরুদ্ধারে নেমে পড়েছেন৷

ABOUT THE AUTHOR

...view details