কালিম্পং, 15 মার্চ : নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দল ভাঙার খেলা । সেটা পাহাড় হোক কিংবা সমতল... তৃণমূল হোক কিংবা বিজেপি... গোষ্ঠী কোন্দল হোক কিংবা টিকিট না পাওয়া... সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি । এবার পাহাড়ে ফের বড়সড় ধাক্কা খেলেন বিমল গুরুং । দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন কালিম্পঙের বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা ওই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী শুভ প্রধান । একইসঙ্গে জেলা কমিটির আরও 11 জন সদস্য তথা জিটিএ সভাসদ এবং প্রথম সারির নেতা দলত্যাগ করেছেন । তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সভাসদ গোপাল রুচেল । একসঙ্গে এতজনের দলত্যাগে অস্বস্তিতে বিমলপন্থী মোর্চা ।
গোর্খা জনমুক্তি মোর্চার বিমল শিবিরের কালিম্পঙে অন্যতম মুখ শুভ প্রধান । তিনি কালিম্পং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন । বিমল লুকিয়ে থাকাকালীনও বিনয় তামাং শিবিরের কাছে নতি স্বীকার করেননি শুভ প্রধান । বরং পৌরসভা দখল নিয়ে বিনয়রা চাপ সৃষ্টি করায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ।