পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় পাহাড়ে নামল ভলান্টিয়ার, শুরু জোর প্রচার - situation of corona

গতকালই কালিম্পংয়ের এক মহিলার কোরোনা পজ়িটভ আসে । বেশ কয়েকদিন ধরে নানা ধরণের গুজবের পর গতকাল বিষয়টি স্পষ্ট করে স্বাস্থ্য দপ্তর । তারপরই আজ মাঠে নামে ভলান্টিয়াররা ।

ছবি
ছবি

By

Published : Mar 29, 2020, 8:08 PM IST

কার্শিয়াং , 29 মার্চ : কোরোনার সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে সচেতন করতে এবার পাহাড়ে প্রচারে নামল ভলান্টিয়াররা । আজ কার্শিয়াংয়ের অলিগলিতে চোখে পড়ল পোস্টার-প্ল্যাকার্ড । সবেতেই সচেতনতার বার্তা ।

সামাজিক দূরত্ব ভাঙতে পারে কোরোনার চেইন । বাঁচাতে পারে গোটা দেশকে । এর জন্য কেউ একা বা কোনও একটি পরিবার বা শুধুই পুলিশ প্রশাসন লড়লে চলছে । কোরোনা যুদ্ধে জয় পেতে চাইলে মাঠে নামতে হবে সকলকে । সচেতন করতে হবে সকলকে । বোঝাতে হবে কোরোনার ভয়াবহতা । প্রত্যন্ত গ্রামে যেখানে কোরোনার বার্তা পৌঁছালেও স্যানিটাইজ়ার বা মাস্কের কোনও প্রচলনই নেই সেখানেও মানুষকে বোঝাতে হবে কেন দরকার এই সব আগাম সতর্কতা ।

এই সব মাথায় রেখেই পাহাড়ের মানুষকে সচেতন করতে শুধু মাইকিং নয়, রাস্তার পোস্টার, ব্যানার সাঁটাতে শুরু করল ভলান্টিয়াররা । যেখানে বারবার লেখা আছে, যেখানে সেখানে থুতু ফেলবেন না, হাঁচি-কাশির সময় মুখে রুমাল দিন । সামাজিক দূরত্ব বজায় রাখুন । কোনও ভিড়ে যাবেন না । বাড়ি থেকে বেরবেন না ।

এদিকে আজ লকডাউনের পঞ্চম দিনে কার্শিয়াংয়ে অনেককেই দেখা যায় সমাজিক দূরত্ব রেখে সবজি বা ওষুধ কিনছেন । ফলে কিছুটা হলেও মানুষের মনে সচেতনতা তৈরি হয়েছে তা এই ছবি দেখলে স্পষ্ট । তবে, অনেকেই বলছেন, কিছু মানুষ নয়, এই সচেতনতা যদি সকলের মধ্যে থাকে তাহলে সকলে বেঁচে যাব ।

গতকালই কালিম্পংয়ের এক মহিলার সোয়াব রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । বেশ কয়েকদিন ধরে নানা ধরণের গুজবের পর গতকাল বিষয়টি স্পষ্ট করে স্বাস্থ্য দপ্তর । তারপরই আজ মাঠে নামে ভলান্টিয়াররা ।

ABOUT THE AUTHOR

...view details