24টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দার্জিলিং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ । মোট শূন্য আসন রয়েছে 39টি । অ্যাকাউন্ট ম্যানেজার, মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেডিকেল রেকর্ড কিপার, কাউন্সেলর, স্যানিটারি অ্যাটেনডেন্ট, ফার্মাসিস্ট, অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ-ডি, হসপিটাল অ্যাটেনডেন্টসহ 24টি পদে কর্মী নিয়োগ করা হবে ।
এই পদগুলির জন্য প্রয়োজনীয় তথ্য...
আসন : মোট 24টি পদে 39 জনকে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা :
- অ্যাকাউন্ট ম্যানেজার পদের জন্য আবেদনকারীর M.Com বা CA ডিগ্রি থাকতে হবে ।
- মেডিকেল অফিসার পদের জন্য আবেদনকারীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
- ল্যাব টেকনিশিয়ান পদের জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা নিয়ে পাশ করতে হবে ।
- স্টাফ নার্সের জন্য আবেদনকারীকে GNM হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে ।
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারীর সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে ।
- কাউন্সেলর পদের জন্য আবেদনকারীর সোশাল সায়েন্স বা হেল্থ এডুকেশন বা মাস-কমিউনিকেশনের ডিগ্রি থাকতে হবে ।
- ফিজ়িয়োথেরাপিস্ট পদের জন্য আবেদনকারীর ফিজ়িয়োথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ।
- স্যানিটারি অ্যাটেনডেন্ট পদের জন্য আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে । বিস্তারিত তথ্য জানতে ওয়েস্ট বেঙ্গল হেল্থের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন ।